বছর চার আগের ঘটনা। মা-কে ধর্ষণের অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। হরিদেবপুরের সেই ঘটনা নাড়া দিয়েছিল গোটা শহরকে। ২০১৯ সালের ঘটনায় অভিযুক্ত ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিল আদালত।
ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ৫ মে। সেদিন হরিদেবপুরের থানায় এসে এক প্রৌঢ়া অভিযোগ করেন যে, তাঁকে ধর্ষণ করা হয়েছে।
খোদ নিজের ছেলের বিরুদ্ধেই ছিল অভিযোগের তির। থানায় ছেলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন ৬৫ বছর বয়সি ওই মহিলা।
লিখিত অভিযোগে তিনি জানিয়েছিলেন, তাঁর দুই ছেলে। বড় ছেলে বিয়ে করে অন্যত্র থাকতে শুরু করে। তারপর থেকে ছোট ছেলের সঙ্গেই হরিদেবপুরের বাড়িতে থাকতেন তিনি। কিন্তু তাঁর ছেলে মদ্যপ। প্রায়ই বাড়িতে মদ খেয়ে এসে অশান্তি করত।
ওই প্রৌঢ়ার আরও অভিযোগ, ২০১৯ সালের ১৪ এপ্রিল মদ খেয়ে এসে তাঁর ছেলে তাঁকে ধর্ষণ করে। সেই সময় কিছু না বললেও ৫ মে ফের একই কাণ্ড ঘটায় তাঁর ছেলে। তখন আর চুপ থাকেননি ওই প্রৌঢ়া। ছুটে আসেন থানায়। প্রৌঢ়ার অভিযোগ পেয়েই পুলিশ গ্রেফতার করে ওই যুবককে।
এতদিন মামলা চলছিল। পুলিশ তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছিল আদালতে। মেডিক্যাল রিপোর্ট, নির্যাতিতার বয়ান ও সাক্ষীদের সাক্ষ্য বিচার করে বিচারক অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করেছিলেন। এবার তাকে সাজা শোনাল আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক।