একুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীকে গুলি করে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-08-2023

একুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীকে গুলি করে হত্যা

একুয়েডরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের এক প্রার্থীকে নির্বাচনী প্রচারণা চলাকালে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাজধানী কিতোতে এক নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় ফের্নান্দো ভিয়াভিসেনসিওর ওপর হামলা চালানো হয়। তিনি দেশটির জাতীয় পরিষদের একজন সদস্য ছিলেন।

স্থানীয় গণমাধ্যমকে তার প্রচারণা টিমের এক সদস্য জানান, ভিয়াভিসেনসিও (৫৯) একটি গাড়িতে ওঠার সময় এক ব্যক্তি এগিয়ে এসে তার মাথায় গুলি করে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাকে তিনবার গুলি করা হয়।একুয়েডরের প্রেসিডেন্ট গিয়েরমো লাসো এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, নিরাপত্তা সদস্যদের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন নিজেও গুলিবিদ্ধ হন ও পরে মারা যান। এ সময় গোলাগুলিতে জাতীয় পরিষদের একজন সদস্য পদপ্রার্থী ও দুই পুলিশসহ নয়জন আহত হন। ২০ অগাস্ট একুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণের কথা রয়েছে।বিবিসি জানিয়েছে, এ নির্বাচনে অংশ না নেওয়া প্রেসিডেন্ট লাসো বলেছেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনি 'ক্ষুব্ধ এবং মর্মাহত'। একুয়েডরে মাদক পাচারকারী অপরাধী দলগুলোর সংখ্যা বাড়ছে। এরা দেশজুড়ে বাড়তে থাকা সহিংসতায় ইন্ধন দিচ্ছে। এসব সহিংসতা এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে ।

সংগঠিত অপরাধের সঙ্গে সম্পর্কিত অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনার পর প্রেসিডেন্ট লাসো গত মাসে তিনটি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করে রাত্রিকালীন কারফিউ জারি করেছিলেন।নিহত প্রার্থী ভিয়াভিসেনসিওর নির্বাচনী প্রচারণায় নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পেলেও দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও জোর দেওয়ার কথা বলা হচ্ছিল। প্রথমজীবনে সাংবাদিক থাকাকালে এই বিষয় নিয়ে কাজ করেছিলেন তিনি। তার নির্বাচনী প্রচারণায় পরিবেশ ধ্বংসের বিষয়টিও সামনে আনা হচ্ছিল। গত সপ্তাহে ভিয়াভিসেনসিও জানিয়েছিলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত এক অপরাধী দলের হোতা তাকে ও তার প্রচারণা টিমকে হুমকি দিচ্ছে।তিনি একুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের আটজন প্রার্থীর একজন ছিলেন। মতামত জরিপ অনুযায়ী, তার প্রতি ৭ দশমিক ৫ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছিলেন। এ হিসাব অনুযায়ী আট প্রার্থীর মধ্যে পঞ্চম স্থানে অবস্থান ছিল তার।ভিয়াভিসেনসিও বিবাহিত ও পাঁচ সন্তানের জনক।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]