ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার সশস্ত্রবাহিনীরা জাপোরিঝিয়াতে আবারো হামলা করেছে। এভন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তিনি আর বলেন, উদ্ধারকার্যক্রম চালু রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, গীর্জার কিছু অংশ বিধ্বস্ত হয়েছে। গীর্জাটির আশেপাশে থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। এছাড়াও ভিডিওটিতে আরও একটি বিধ্বস্ত ভবন ও বাস্কেটবল খেলার মাঠ দেখা গেছে।
জাপোরিঝিয়া অঞ্চলের প্রধান ইউরি মালাশকো বলেছেন, শেভচেনকিভস্কিতে রাশিয়ার হামলায় একটি গীর্জা ও দোকান ব্যাপক বিধ্বস্ত হয়েছে। এছাড়াও বিস্ফোরণে অনেক বহুতল ভবনের জানালা ভেঙে গেছে।
তিনি আরও বলেন, আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
গত ৮ আগস্ট রুশ নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। দোনেৎস্কের কাছে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে রাশিয়া।