বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সভাকক্ষে প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে এ প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
প্রদর্শনীর শুরুতে জাহিদ আহসান রাসেল বলেন, আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১৩তম আসর। সেই অনুযায়ী বিশ্বকাপের পর্দা উন্মোচনে আর মাস তিনেকের মতো বাকি। এর আগে নিয়মানুযায়ী বিশ্ব ভ্রমণে বের হয়েছে আইসিসি বিশ্বকাপ ট্রফি। আপনারা জানেন, মহাকাশে ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি ১৮টি দেশ পরিভ্রমণ করছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে এসেছে ট্রফি।
তিনি আরও বলেন, বিশ্বকাপের এ ট্রফিটি ঢাকায় তিনদিন অবস্থান করবে। গতকাল আমাদের গর্বের পদ্মা সেতুতে ট্রফিটির ফটোসেশন হয়েছে। এ ট্রফিটিও আমাদের স্বপ্ন, ইনশাআল্লাহ আমাদের দামাল ছেলেরা এ স্বপ্নটি শিগগিরই বাস্তবায়ন করবে। আমরা অবশ্যই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবো এটি আমাদের সকলের প্রত্যাশা।
‘ট্রফি পরিভ্রমণের মাধ্যমে ইতোমধ্যে বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে। অন্য যে কোনো খেলার চেয়ে আমাদের দেশে ক্রিকেট অনেক বেশি রোমাঞ্চকর ও জনপ্রিয়। বাংলাদেশসহ ১০টি দেশ ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করবে। সেখানে বাংলাদেশ ৯টি ম্যাচে খেলবে।’
প্রতিমন্ত্রী জানান, আমরা যে আবহাওয়ায় খেলি, সেই আবহাওয়ায়ই খেলা হচ্ছে। আমরা আশাবাদী এ বিশ্বকাপে ভালো করব। সেই প্রত্যাশা আমরা করছি। দেশবাবাসীর কাছে দোয়া চাই। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হবো সেই আশা রাখতে হয়। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আইসিসি বিশ্বকাপও আমরা জয় করবো ইনশাআল্লাহ।
এর আগে বৃষ্টি উপেক্ষা করেই শেষ হয় প্রথমদিনের বিশ্বকাপ ট্রফির ভ্রমণ কার্যক্রম। আইসিসির চাওয়া অনুযায়ী যে দেশে ট্রফি যাবে সেই দেশের আইকনিক স্থাপনার সামনে ফটোসেশন করা হবে বিশ্বকাপ ট্রফি। আর সেজন্যই বিসিবির সিদ্ধান্ত মতে পদ্মা সেতুতে হয় ফটোসেশন।
সোমবার (৭ আগস্ট) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১ নম্বর পিয়ারের পাশে চলে এ আনুষ্ঠানিক ফটোসেশন। শুরুতে হেলিকপ্টারে আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বিমানবন্দর থেকে সড়কপথে পদ্মা সেতুতে নিয়ে আসা হয় বিশ্বকাপ ট্রফি। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে নির্ধারিত সময় ৩টার পরিবর্তে ফটোসেশন শুরু হয় বেলা সাড়ে ৪টায়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে ফটোসেশন।
এদিকে দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে তৃতীয় দিন বুধবার (৯ আগস্ট) বসুন্ধরা সিটি শপিংমলে বিশ্বকাপ উন্মুক্ত করা হবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ ক্রিকেটপ্রেমীরা দেখার সুযোগ পাবেন ট্রফিটি। তুলতে পারবেন ছবি। শুধু এবারই নয়, এর আগেও শপিংমলে ট্রফি প্রদর্শন করেছে বিসিবি।
উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এর আগে বিশ্ব ভ্রমণে থাকা বিশ্বকাপ ট্রফি শ্রীলঙ্কা থেকে রোববার (৬ আগস্ট) মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছায়। তিন দিন ঢাকায় থাকবে ওয়ানডে বিশ্বকাপের এ ট্রফি।