পাকিস্তানে যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন উল্টে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার পাকিস্তানে লাইনচ্যুত হয়েছে একটি যাত্রীবাহী দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। সেই ঘটনায় বহু যাত্রীর জখম হয়েছে বলেও জানিয়েছে তারা।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘ডন’ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত এক্সপ্রেস ট্রেনটির নাম হাজারা এক্সপ্রেস। ট্রেনটি রবিবার করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। দুর্ঘটনাটি ঘটে। সারহারি স্টেশনের কাছে। অন্তত পাঁচটি কামরা উল্টে গিয়েছে বলে জানিয়েছে তারা। যদিও দুর্ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নানারকম তথ্য আসতে শুরু করেছে। বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, উল্টে যাওয়া ট্রেন কামরার সংখ্যা ৮টি কিংবা ১০টি। তবে সরকারি ভাবে এই সংখ্যা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
রবিবার দুপুর সাড়ে ৩টে পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়েও কিছু জানায়নি পাকিস্তানের সরকার। তবে ডন জানিয়েছে, বহু যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন। আরও অনেকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পাক সংবাদমাধ্যমটি।
আপাতত পাক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের শাহজাদপুর এবং নাওয়াবশা স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই ঘটনা। ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী দল। পাকিস্তানের কেন্দ্রীয় রেল পরিবহন এবং উড়ান মন্ত্রী খোয়াজা সাদ রফিক জানিয়েছেন, ইতিমধ্যেই দুর্ঘটনার ব্যপারে জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পাকিস্তানের রেলের সচিব ঘটনাস্থলে উপস্থিতও রয়েছেন বলে জানিয়েছেন রফিক।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)