জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১০ ডলারে


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-03-2022

জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১০ ডলারে

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে ছিল। সপ্তাহ না পেরোতেই তেলের বর্তমান দাম বেড়ে দাঁড়িয়েছে ১১০ ডলারে।

যুদ্ধের বাজারে সবচেয়ে অস্থিতিশীল অবস্থায় রয়েছে তেলের দাম। জ্বালানি তেল অর্থাৎ ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি তেল বিক্রি হচ্ছে ১১০ ডলারে। ইউরোর হিসাব অনুযায়ী বর্তমানে প্রতি ব্যারল তেলের দাম ৮২ ইউরো।

পরিসংখ্যান বলছে গত সাত বছরেও তেলের দাম এত বৃদ্ধি পায়নি।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির সদস্যরা জরুরি ভিত্তিতে বাজারে ৬০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে গেলে রাশিয়ার তেলের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হবে। যদিও যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের সদস্যদের বড় একটি অংশ রাশিয়ার ওপরে তেল নিষেধাজ্ঞা জারি করার পক্ষে। তবে এতে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ বেশি হবে হলে শঙ্কা করা হচ্ছে। রাশিয়ার ওপরে তেলের নিষেধাজ্ঞা দিলে যুক্তরাষ্ট্রে গ্যাসলিনের দাম বৃদ্ধি পাবে। অন্যদিকে রাশিয়া তাদের তেল বাণিজ্যের বিকল্প হিসেবে চীনকে বেছে নেবে।

গত বছরেও যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ১৭ দশমিক ৪ মিলিয়ন ডলার অর্থমূল্যের তেল আমদানি করেছে। পশ্চিমা দেশগুলোর রাশিয়ার ওপর এমন নির্ভরশীলতার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসটেসের সিনেটর এড মার্কে বলেছেন, এটি একটি নোংরা তেল বাণিজ্য। আমাদের দেওয়া অর্থ দিয়ে রাশিয়া ইউক্রেনের সাধারণ মানুষের ওপরে আগ্রাসন চালাচ্ছে।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]