ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 05-08-2023

ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ইসলামকে মহান ধর্ম হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রস্তাব উত্থাপন করা হয়েছে। টেক্সাসের আইনপ্রণেতা ডেমোক্র্যাট সদস্য আল গ্রিন এ প্রস্তাব উত্থাপন করেন।

মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
 
গত জুনে সুইডেনে পবিত্র কোরআন অবমাননার জেরে ক্ষোভে ফুঁসে ওঠে বিভিন্ন মুসলিম দেশ। সুইডেনের পর ডেনমার্কেও কোরআন অবমাননা করা হয়। এর জেরে দেশগুলোর সঙ্গে তুরস্ক, ইরাকসহ কয়েকটি দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়।
 
এরই পরিপ্রেক্ষিতে এবার ইসলাম ধর্মকে মহান ধর্ম হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

টেক্সাসের আইনপ্রণেতা ডেমোক্র্যাট সদস্য আল গ্রিন এ প্রস্তাব উত্থাপন করেন। বিশ্বজুড়ে শান্তি এবং সম্প্রীতি এগিয়ে নিতে ইসলামের অবদানের স্বীকৃতি হিসেবে দেশটির কংগ্রেসে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
 
টেক্সাস থেকে নির্বাচিত কংগ্রেসম্যান আল গ্রিন এই প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন কংগ্রেসউইম্যান ইলহান ওমর, রাশিদা তালিব এবং কংগ্রেসম্যান আন্দ্রে কারসন।
 
ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হাউস অব রিপ্রেজেনটেটিভসের সদস্য আল গ্রিন কংগ্রেসের পাকিস্তান ককাসের একজন সদস্য। অতীতেও তিনি মুসলিমদের পক্ষে কথা বলেছেন। ২০১৫ সালে যখন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন বন্ধের নির্দেশ দেন তখন গ্রিন তার সে সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।
 
ইসলাম ধর্মের প্রতি মার্কিনদের সম্মানের দৃষ্টিভঙ্গি বাড়ানো এ প্রস্তাবের লক্ষ্য। প্রস্তাবটিকে বিবেচনার জন্য পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির কাছে পাঠানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, ইসলামের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন, মুসলমানরা এটিকে সবচেয়ে বেশি সম্মান করে। ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম, বিশ্বব্যাপী আনুমানিক ২০০ কোটি মানুষ এই ধর্মের অনুসারী এবং যুক্তরাষ্ট্রে ৩৫ লাখ মুসলমান বসবাস করে বলে প্রস্তাবে বলা হয়।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]