নতুন কাপড় পরতে কত সুন্দর দোয়াই না পড়েছেন নবিজি!


ধর্ম ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-08-2023

নতুন কাপড় পরতে কত সুন্দর দোয়াই না পড়েছেন নবিজি!

সুন্দর জামা-কাপড় পরলে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া পড়তেন এবং অন্যকে দোয়া পড়ার উপদেশ দিতেন। এ রকম একটি উপদেশ ও দুইটি কল্যাণের দোয়া নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিদের উদ্দেশে এভাবে তুলে ধরেছেন। তাহলো-

১. উপদেশ: হজরত আবু নাদরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো সাহাবি নতুন জামা গায়ে দিলে, তাকে বলা হতো-

تُبْلَى وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى

উচ্চারণ : ‘তুবলা ওয়া ইয়ুখলিফুল্লাহু তাআলা’

অর্থ : ‘‘‘এ কাপড় যেন তোমার দ্বারা পুরাতন হয় এবং মহান আল্লাহ যেন এর পরে তোমায় আরও কাপড় পরান।’ (আবু দাউদ, তিরমিজি)

২. দোয়া পড়া: হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, (একবার)ওমর রাদিয়াল্লাহু আনহুর গায়ে একটি সাদা কাপড় দেখে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমার এ জামাটি কি নতুন; নাকি ধোয়ার ফলে এমন দেখাচ্ছে?’ তিনি বলেন, ‘এটি বরং নতুন। তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

اَلْبِسْ جَدِيْدًا وَ عِشْ حَمِيْدًا وَمُتْ شَهِيْدًا وَ يَرْزُقُكَ اللهُ تَعَالَى قُرَّةَ عَيْنٍ فِى الدُّنْيَا وَ الْاَخِرَةِ

উচ্চারণ : ‘ইলবিস জাদিদান, ওয়া ইশ হামিদান, ওয়া মুত শাহিদান ওয়া ইয়ারযুকুকাল্লাহু তাআলা কুররাতা আইনিন ফিদ-দুনইয়া ওয়াল আখিরাহ।’

অর্থ : তুমি নতুন পোশাক পর; প্রশংসার সঙ্গে বেঁচে থাকো; শহিদ হয়ে মৃত্যুবরণ করো; আর আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া ও আখেরাতে চোখ শীতলকারী জিনিস দান করুন।’

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসুল! আপনার জন্যও একই দোয়া করছি।’ (বুখারি)

হজরত খালিদ ইবনু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর মেয়ে উম্মুল খালিদ রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটি পোশাক আনা হলো; যার উপর ছিল কালো রঙের নকশা। তখন তিনি বলেন, ‘এ পোশাকটি আমরা কাকে পরাতে পারি?’

সাহাবিগণ নীরব থাকলে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘উম্মু খালিদকে নিয়ে আসো।’

এরপর আমাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আনা হলে, তিনি নিজের হাতে ওই পোশাকটি আমাকে পরিয়ে দেন। তারপর দুইবার বলেন-

أَبْلِىْ وَ أَخْلِقِىْ

উচ্চারণ : ‘আবলি ওয়া আখলিক্বি’

অর্থ : আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন।’

এরপর তিনি পোশাকটির নকশার দিকে তাকিয়ে আঙুল দিয়ে আমার দিকে ইশারা করে বলতে থাকেন, ‘উম্মু খালিদ! এটি তো অনেক সুন্দর!’ (বুখারি)

সুতরাং এখনও যদি কেউ নতুন জামা-কাপড় বা সুন্দর পোশাক পরে কিংবা কাউকে নতুন কাপড় বা পাগড়ি পরানো হয় অথবা নিজেদের আদরের ছোট সোনামনিদের নতুন জামা-কাপড় পরানো হয় তবে নবিজির অনুসরণে এ দোয়া ও উপদেশ দেওয়া সুন্নাত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের অনুসরণ ও অনুকরণে সুন্নাতি আমল জারি রাখার তাওফিক দান করুন। সুন্নাতের যথাযথ অনুসরণ ও অনুকরণের তাওফিক দান করুন। আমিন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]