ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত অন্তত ৪৫


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-08-2023

ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত অন্তত ৪৫

ব্রাজিলে মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ৪৫ জন। এছাড়া আটক করা হয়েছে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ীকে। খবর বিবিসি। 

ব্রাজিলের তিন রাজ্যে গত কয়েকদিন ধরেই ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিল্ড’।

পুলিশ জানিয়েছে, সর্বশেষ অভিযানটি চালানো হয় রিও ডি জেনেরিওর কমপ্লেক্সে দা পেনহা এলাকায়। এ সময় মাদক চক্রের সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলি হলে, গুলিবিদ্ধ হয়ে মারা যায় অন্তত ১০ জন।

এর আগে সাও পাওলোতে পাঁচ দিন ধরে চলে পুলিশের অভিযান। এতে প্রাণ গেছে অন্তত ১৬ জনের। এছাড়া ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের বাহিয়া রাজ্যে গত শুক্রবারের অভিযানে ১৯ সন্দেহভাজনের প্রাণ গেছে।

সাও পাওলোর অভিযানে ৫৮ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সেখানকার উপকূলীয় গুয়ারুজ শহরে পুলিশের স্পেশাল ফোর্সের এক সদস্য খুন হওয়ার পর এ অভিযান শুরু করা হয়।

গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে সাও পাওলোর গভর্নর তারশিসিও দি ফ্রেইতাস জানান, অভিযানে নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন।

তবে গুয়ারুজ শহরে চালানো অভিযানের সমালোচনা করেছেন ব্রাজিলের বিচারবিষয়ক মন্ত্রী ফ্লাভিও দিনো। 

এছাড়া সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। সংস্থাটির ধারণা, গুয়ারুজ শহরে চলা পুলিশের অভিযানের পেছনে তাদের এক সহকর্মীকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]