ব্রাজিলের তিন রাজ্যে ছয় দিনব্যাপী মাদকবিরোধী অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এছাড়া, গ্রেফতার করা হয়েছে আরও অন্তত ৫৮ জনকে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।
বুধবার (০২ আগস্ট) এক বিবৃতিতে রিও ডি জেনিরো এলাকায় গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানায় শহরটির পুলিশ।
এর আগে সাও পাওলোয় পাঁচ দিনব্যাপী অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ সন্দেহভাজন মাদক চোরাকারবারি নিহত হন।
এছাড়াও, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে গেল শুক্রবার (২৮ জুলাই) থেকে বুধবার পর্যন্ত অভিযানে ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।
গত বৃহস্পতিবার (২৯ জুলাই) গুয়ারুয়া উপকূলীয় শহরে স্পেশাল ফোর্সের একজন পুলিশ কর্মকর্তা নিহতের পর এই অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী।