টিকটক নিষিদ্ধ করল সেনেগাল


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 03-08-2023

টিকটক নিষিদ্ধ করল সেনেগাল

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করেছে সেনেগাল। অস্থিতিশীলতা তৈরির হাতিয়ারে পরিণত হয়েছে-এই যুক্তিতে নিষিদ্ধ করা হয় অ্যাপটি । খবর রয়টার্সের।

বুধবার (২ আগস্ট) দেশটির যোগাযোগমন্ত্রী বলেছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টিকটকের অ্যাক্সেস স্থগিত থাকবে।’
 
এক বিবৃতিতে যোগাযোগমন্ত্রী বলেন, ‘টিকটক অ্যাপ্লিকেশন এমন একটি সামাজিক যোগাযোগমাধ্যম যার মাধ্যমে ঘৃণা ও ধ্বংসাত্মক বার্তা ছড়িয়ে দেওয়া হয়। আর এ জন্য মানুষ অ্যাপটিকে বেশি পছন্দ করে। এটি দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।’
 এদিকেবিরোধীদের বিক্ষোভ ঠেকাতে গত সোমবার থেকে মোবাইল ইন্টারনেটের ব্যবহার সীমিত রেখেছে দেশটির সরকার । এরপর বুধবার টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হল।
 
দেশটির বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোর বিরুদ্ধে বিদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনার পর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিরোধীদলীয় এই নেতার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে দেশটিতে তার কর্মী-সমর্থকরা তীব্র বিক্ষোভ করছেন।
 
প্রসঙ্গত, চলতি বছরজুড়ে সেনেগালে বিক্ষিপ্তভাবে সহিংস বিক্ষোভ-প্রতিবাদ দেখা গেছে। আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য সোনকোর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন দেশটির বিরোধীদলীয় সমর্থকরা। তারা বলেছেন, প্রেসিডেন্ট ম্যাকি সাল তার নির্বাচনী পথ পরিষ্কার করার লক্ষ্যে এসব বানোয়াট অভিযোগ এনেছেন।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]