আগামী বছর বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন, জানালেন ধর্মসচিব


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 03-08-2023

আগামী বছর বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন, জানালেন ধর্মসচিব

আগামী ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯১ জন হজযাত্রী হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্মসচিব মু আ হামিদ জমাদ্দার।

বৃহস্পতিবার (৩ আগস্ট) শাহজালাল বিমানবন্দরে ২০২৩ সালের হজ কার্যক্রমের সমাপনি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সচিব জানান, আগামী নভেম্বরেই হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

বুধবার (২ আগস্ট) মন্ত্রণালয়ে ২০২৪ সালের হজ অনুষ্ঠান বিষয়ে প্রাক-প্রস্তুতি সভায় তিনি জানান, ২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে।  ২০২৪ সালের ১ মার্চ থেকে শুরু হবে হজ ভিসা ইস্যুকরণ। সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল বন্ধ হবে এ প্রক্রিয়া। আর ৯ মে থেকে শুরু হবে হজ ফ্লাইট।
 
এদিকে এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে বলে জানিয়েছেন ধর্মসচিব। বিমান মোট যাত্রী পরিবহন করেছে ৬১ হাজার ১৬৮ জন।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]