করোনায় মৃত্যুর দুঃসংবাদ দিলো স্বাস্থ্য অধিদফতর


স্বাস্থ্য ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-08-2023

করোনায় মৃত্যুর দুঃসংবাদ দিলো স্বাস্থ্য অধিদফতর

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময় ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৫৩২ জনে। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৩ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ৩ দশমিক ৬৯ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৪৮৯ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।  


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]