ভারতে চলন্ত ট্রেনে কনস্টেবলের গুলিতে নিহত ৪


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-07-2023

ভারতে চলন্ত ট্রেনে কনস্টেবলের গুলিতে নিহত ৪

ভারতে চলন্ত ট্রেনে রেলওয়ের এক নিরাপত্তা কর্মকর্তার গুলিতে তার এক সহকর্মীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে জয়পুর এক্সপ্রেস নামের ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।  

যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে পুলিশের (আরপিএফ) ওই কর্মকর্তা নিজের কাছে থাকা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তিনি প্রথমে আরপিএফের সহকারী উপপরিদর্শক (এএসআই) টিকা রাম মেনাকে গুলি করে হত্যা করেন, এরপর আর একটি কামরায় চলে গিয়ে আরও তিন যাত্রীকে গুলি করেন।

পুলিশ জানায়, সিটি চেতন নামে ওই জওয়ান ট্রেনের এসকর্ট ডিউটিতে ছিলেন। তিনি আরপিএফের সাব ইন্সপেক্টর টিকা রাম মিনার উপর প্রথমে গুলি চালান। টিকা রাম ছিলেন এসকর্ট ইনচার্জ। চেতনের ছোড়া গুলিতে আরও তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুলি চালানোর পর দহিসার স্টেশনের কাছে ট্রেনটি চেন টেনে থামায় সিটি চেতন। এরপর ট্রেন থেকে ঝাঁপ দেয়। রেল পুলিশ ও অন্য আধিকারিকদের সহায়তায় পুলিশ অভিযুক্ত কনসেটবল চেতনকে ধরে ফেলে। অভিযুক্ত আরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর ট্রেনকে বরিভালি স্টেশনে দাঁড় করানো হয়। পরে সেখানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। 

এদিকে কি কারণে চেতন এমন করেছে তা জানতে তদন্ত করছে পুলিশ। তাকে জেরা করা হচ্ছে এবং আজকেই আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]