কলকাতার ঢাকুরিয়ার একটি মদের দোকানে মদ কেনা নিয়ে ক্রেতার সঙ্গে দ্বন্দে জড়িয়ে পড়ে দোকানের কর্মী। সেই দ্বন্দের জেরে ক্রেতাকে পিটিয়ে হ্ত্যার অভিযোগ উঠছে মদের দোনের কর্মীর বিরুদ্ধে।
রবিবার দুপুরে কলকাতার ঢাকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে এলাকার এক মদের দোকানে মদ কিনতে আসেন সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি ঢাকুরিয়া ব্রিজের কাছের বস্তিতেই। কিন্তু মদ কেনার সময় দোকানদারের সঙ্গে কোনও এক কারণ নিয়ে কথা কাটাকাটি শুরু হয় সুশান্তর। সেই ঝামেলার মাঝেই দোকানদার সুশান্তকে মারতে শুরু করে। দেওয়ালে বারবার মাথা ঠুকে দেয়, কিল-চড়-ঘুষিও মারতে দেখা যায়।
কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুশান্ত। স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সুশান্তকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঢাকুরিয়া ব্রিজের সামনের রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। জানা গেছে, দোকানের মধ্যেই আটকে আছে ওই অভিযুক্ত দোকানদার। তাকে বের করে আনার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।