রণবীর সিংহের পৌরুষ নিয়ে খোঁচা কঙ্গনার


তামান্না হাবিব নিশু : , আপডেট করা হয়েছে : 30-07-2023

রণবীর সিংহের পৌরুষ নিয়ে খোঁচা কঙ্গনার

তাঁদের আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। সময়-অসময়ে কর্ণ জোহরকে তুলোধনা করতে পিছপা হননি কঙ্গনা রানাউত। তাঁর কথায় কর্ণ ‘মুভি মাফিয়া’, স্বজনপোষণের দেবতা। অভিনেত্রীকে পাল্টা ফিরিয়ে দিয়েছেন কর্ণও। ২৮ জুলাই মুক্তি পেয়েছে কর্ণ পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। ছবিতে রকি ও রানির চরিত্রে রণবীর সিংহ ও আলিয়া ভট্টের অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই। মুক্তির দিনেই প্রায় ১১ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। কিন্তু কর্ণের ছবিকে নিয়ে একেবারে ভিন্ন মত কঙ্গনার। শুধু কি তাই? রণবীরকেও ছাড়েননি অভিনেত্রী। সমালোচনার পাশপাশি পরামর্শও দিলেন দীপিকা পাড়ুকোনের স্বামীকে।

কর্ণের ছবির সমালোচনা করবেন কঙ্গনা তা খানিকটা হলেও প্রত্যাশিত ছিলই। এ বার কর্ণের সিনেমাকে সরাসরি সিরিয়াল বলে দাগিয়ে দিলেন। কঙ্গনার কথায়, ‘‘এই বোকা সিনেমার জন্য ২৫০ কোটি টাকা কী ভাবে খরচ করেন? ওঁদের এত টাকা দেয় কে? অথচ প্রকৃত প্রতিভারা টাকা পায় না! সারা ক্ষণই শুধু নব্বইয়ের দশকের ছবিগুলিকে নকল করেছে। আমি জানতে চাই, দিল্লিতে এই ধরনের বাড়ি কোথায় পাওয়া যায়! এমন সব পোশাক পরেই বা কারা ঘোরাফেরা করে? কর্ণ জোহরের লজ্জা হওয়া উচিত।’’ ক্ষুব্ধ কঙ্গনা জানান, কর্ণ আসলে ভারতীয় সিনেমাকে পিছনে নিয়ে যাচ্ছেন। এই ছবিকে শাশুড়ি-বউমার সিরিয়াল বলে কটাক্ষ করেছেন বলিউডের ‘কুইন’। পাশপাশি কর্ণকে সতর্ক করে অভিনেত্রী বলেন, ‘‘এই ছবি বানানোর জন্য টাকা নষ্ট করবেন না। বরং অবসর নিন। নতুন প্রজন্মকে অন্য দিকে, কঙ্গনার কথা থেকে বেঁচে পালাতে পারেননি রণবীর সিংহ। তাঁকে ‘কার্টুন’ বলে সম্বোধন করেছেন।

পাশপাশি অনুরোধের সুরেই রণবীরের উদ্দেশে কঙ্গনা বলেন, ‘‘আমার বিনীত অনুরোধ রণবীরের কাছে, কর্ণের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া বন্ধ করুন। আপনি নায়ক, সে রকম পোশাকই পরুন। এক জন কার্টুনের মতো দেখতে পুরুষকে ভারতীয়রা কখনওই নায়ক হিসাবে মেনে নেবেন না। দক্ষিণী নায়কদের দিকে তাকান। তাঁরা কী ভাবে নিজেদের ব্যক্তিত্বকে মেলে ধরেছে, দেখুন। দয়া করে আমাদের দেশের সংস্কৃতি নষ্ট করবেন না।’’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]