মধ্য প্রদেশের গোয়ালিয়রে একেবারে হাড়হিম করা ঘটনা। এক ব্যক্তি তার বাবার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক পরিষ্কার করছিলেন। এমন সময় দুর্ঘটনাবশত তিনি ট্রিগার টিপে দেন। আর তাতেই সব শেষ হয়ে গেল। মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। গুলিতেই তার মৃত্য়ু হয়েছে বলে মনে করা হচ্ছে। মৃতের নাম অভিষেক সাক্সেনা। পেশাগতভাবে তিনি সাংবাদিক ছিলেন। ভিন্দ জেলার বাসিন্দা। দর্পন কলোনিতে তাঁর একটি বিয়ে বাড়ির ভাড়া দেওয়ার জন্য বাগান বাড়ি ছিল। ওই বাড়ির একতলাতে কেউ থাকেন না। দোতলাতে তাঁর পরিবার থাকতেন।
সূত্রের খবর, ওই ব্যক্তির বাবার বন্দুক নিয়ে একতলায় এসেছিলেন। সেই সময় সেখানে কেউ ছিলেন না। আচমকা সেখান থেকে গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। এরপর বাড়ির লোকজন নীচে চলে আসেন । দেখেন রক্তে মেঝে ভেসে যাচ্ছে। পড়ে রয়েছেন সাক্সেনা।
ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ দেখে দেহের পাশে বন্দুক পরিষ্কার করার তেল পড়ে রয়েছে। দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা বন্দুকের ভেতর গুলি ছিল। কোনওভাবে বন্দুক পরিষ্কার করার সময় ট্রিগারে হাত পড়ে যায়। আর তাতেই গুলি বেরিয়ে যায়। আর সেই গুলিতেই মৃত্যু হয় সাক্সেনার । তবে পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই গোটা ঘটনাটা পরিষ্কার হবে।
এদিকে গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বন্দুকটি পেয়েছে। সেটির লাইসেন্স রয়েছে। বন্দুক পরিষ্কার করার অন্য জিনিসপত্রও পেয়েছে পুলিশ।