৩ হাজার গাড়িসহ কার্গো জাহাজে আগুন, নিহত ১


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 26-07-2023

৩ হাজার গাড়িসহ কার্গো জাহাজে আগুন, নিহত ১

নেদারল্যান্ডস উপকূলে তিন হাজার গাড়িসহ একটি কার্গো জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এক জনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ডাচ কোস্টগার্ড সূত্রে জানা গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন বলা হয়, মঙ্গলবার (২৪ জুলাই) রাতে পানামায় নিবন্ধিত ফ্রিম্যান্টল হাইওয়ে নামের ওই জাহাজে আগুনের সূত্রপাত হয়। জাহাজটি জার্মানি থেকে মিশরের দিকে যাচ্ছিল। আগুন লাগার পর বেশ কয়েকজন নাবিক সাগরে লাফ দিয়ে জীবন বাঁচান। এ পর্যন্ত ২৩ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

ডাচ কোস্টগার্ড বলছে, উদ্ধারকারী জাহাজগুলো আগুন নেভাতে অতিরিক্ত পানি ছিটানোর কারণে জাহাজটি ডুবে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। ভেসে যাওয়া এড়াতে একটি উদ্ধারকারী জাহাজের সাথে সেটিকে বেঁধে রাখা হয়। 

ডাচ ডিপার্টমেন্ট অব ওয়াটারওয়েজ অ্যান্ড পাবলিক ওয়ার্কসের মুখপাত্র অ্যাডউইন ভার্স্টিগ বলেছেন, 'আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। জাহাজে থাকা মালামালের কারণে আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে।' 

কোস্টগার্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, আগুনের কারণ এখনও জানা যায়নি। তবে কোস্টগার্ড মুখপাত্র এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, একটি বৈদ্যুতিক গাড়ি আগুনের সূত্রপাত হয়। ফ্রিম্যান্টল জাহাজটি ব্রেমারহেভেন বন্দর থেকে ছেড়েছিল। জাহাজটিকে তার রুট থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তা ডুবে যেতে পারে। আগুন যখন শুরু হয় তখন এটি ডাচ দ্বীপ অ্যামেল্যান্ড থেকে ২৭ কিলোমিটার (১৭ মাইল) উত্তরে ছিল। ধোঁয়ার কারণে শ্বাস নিতে অসুবিধা হওয়ায় কিছু ভুক্তভোগীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের মুখপাত্র এডউইন গ্রানম্যান বলেছেন, একটি দক্ষ উদ্ধারকারীর দল পরবর্তী পদক্ষেপ নিয়ে কাজ করার চেষ্টা করছেন। তবে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি শুই কিসেন কাইশার নামের ফ্রিম্যান্টলের পরিচালনাকারী জাপানি জাহাজ লিজিং কোম্পানি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]