বলিউডে ছবি কি প্রচার সর্বস্ব হয়ে উঠছে, জানালেন জাহ্নবী


তামান্না হাবিব নিশু , আপডেট করা হয়েছে : 26-07-2023

বলিউডে ছবি কি প্রচার সর্বস্ব হয়ে উঠছে, জানালেন জাহ্নবী

গত সপ্তাহে ওটিটি-তে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপূর অভিনীত ছবি 'বাওয়াল'। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে বরুণ ধওয়ানের সঙ্গে অভিনেত্রীর জুটি দর্শকদের পছন্দ হয়েছে। বলা হয়, ছবির সাফল্যের নেপথ্যে ইদানীং প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিষয়টি নিয়ে শ্রীদেবী কন্যা তাঁর মতামত জানিয়েছেন।

অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের প্রতিভাকে প্রমাণ করেছেন জাহ্নবী। কিন্তু নিজের জন সংযোগ এবং ছবির প্রচার প্রক্রিয়া নিয়ে নানা মত শুনে তিনি ক্লান্ত। অভিনেত্রী বলেছেন, ''বিগত কয়েক বছর ধরেই শুনছি ছবি মুক্তির পর সেই ছবির প্রচার প্রক্রিয়া নিয়ে মতামত দেওয়া হয়।'' সাক্ষাত্‍কারে জাহ্নবীর সঙ্গেই উপস্থিত ছিলেন বরুণ। জাহ্নবী কার থেকে এ রকম পরামর্শ পেয়েছেন জানতে চাইলেও অভিনেত্রী কিন্তু ওই ব্যক্তির নাম খোলসা করেননি। 'ধড়ক' ছবির অভিনেত্রী বলেন, ''এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে সব সময় সবাই চিত্‍কার করছে এবং পরামর্শ দিচ্ছে, সেখানে নিজের মনেই প্রশ্ন উঁকি দেয়, আমিই কি সব থেকে চুপচাপ!''

তবে জাহ্নবী তাঁর নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেননি। দিনের শেষে ছবিই যে শেষ কথা বলে, তিনি এই মতের সমর্থক। সাক্ষাত্‍কারে জাহ্নবী বলেন, ''আমার ছবিই যে শেষ কথা বলবে, এই বিশ্বাস রাখতে মনের জোর চাই।'' এরই সঙ্গে অভিনেত্রীর উপলব্ধি, ''ছবির ক্ষেত্রে এখন সব সময়ে যে ভাবে জন সংযোগ এবং প্রচারের উপর জোর দেওয়া হয় সেটা দেখে অবাক হই।'' জাহ্নবীর এই বিশ্বাস এখন প্রযোজকদের কানে পৌঁছয় কি না দেখা যাক।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]