নারীদের জন্য মুখের অবাঞ্ছিত লোম খুবই অস্বস্তিকর, লজ্জাজনক। তারা যে কোনও উপায়ে পরিত্রাণ পেতে চান এই পরিস্থিতি থেকে। সাধারণত ঠোঁটের উপরে আর নীচে, থুতনির কাছে লোম দেখা যায়। কিন্তু সেই লোম তুলতে গিয়ে যেন কালঘাম ছুটে যায়।
তবে ঘরোয়া কিছু টোটকাও আছে। সেই ঘরোয়া উপায়গুলি মেনে চললে চটজলদি আপনি মুক্তি পাবেন অবাঞ্ছিত লোমের সমস্যা থেকে।
১ টা পাকা কলা ২ চামচ ওটমিলের সঙ্গে মিশিয়ে ভালো করে চটকে নিন। এই মিশ্রণটি মুখে মেখে ১৫-২০ মিনিট মালিশ করুন। সপ্তাহে অন্তত ২ দিন এই পদ্ধতি কাজে লাগাতে পারলে কমে যাবে মুখের লোমের ঘনত্ব।
আধ কাপ ছোলার ছাতুর সঙ্গে ১ চামচ দই, ১ চামচ হলুদ গুঁড়ো আর ১ কাপ দুধ মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণ মুখে আলতো করে লাগিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। তার পর উষ্ণ জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এতে মুখের লোমের ঘনত্ব অনেকটাই কমে যাবে।
১ চামচ চিনি, আধা চামচ কর্নফ্লাওয়ার আর ১টা ডিম ফাটিয়ে এক সঙ্গে মিশিয়ে ঘন করে মিশ্রণ তৈরি করুন। ওই মিশ্রণ অন্তত মিনিট কুড়ি মুখে লাগিয়ে রাখুন। তার পর শুকিয়ে গেলে 'পিল অফ' করে ফেলুন। সপ্তাহে অন্তত ৩ দিন এই পদ্ধতি কাজে লাগাতে পারলে কমে যাবে মুখের লোমের ঘনত্ব।
২ চামচ পাকা পেঁপে বেটে তার সঙ্গে আধ চামচ হলুদ গুঁড়ো ও ৩ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ঘন করে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ মুখে মেখে ২০ মিনিট রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ৩ দিন এই পদ্ধতি কাজে লাগান। এতে মুখের লোমের ঘনত্ব অনেকটাই কমে যাবে।
১ টা গোটা পাতি লেবুর রস আর তার সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ মুখে অন্তত ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন, এতে মুখের লোমের ঘনত্ব অনেকটাই কমে যাবে।