অনলাইন ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়া সংলগ্ন কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন।
রোববার বেলা ১১টার দিকে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে এটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা উপজেলা মৎস্য বিভাগ ও বন বিভাগকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ডলফিনটির ঠোঁট এবং একটি কান কাটা। ধারনা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে আজ সকালেই এটির মৃত্যু হয়েছে। পরে জেলা বন কর্মকর্তার নির্দেশে এটিকে মাটিচাপা দেয়া হয়।
ইকো ফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, আজকে সকালে খবর পেয়ে এসে দেখলাম ৫ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন সমুদ্র পারে পড়ে আছে। এটার একটি কান কাটা ও ঠোঁটে আঘাতের চিহ্ন। মনে হচ্ছে জেলেদের জালে আটকে মারা গেছে।
পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বর্ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। ডলফিন রক্ষায় বেশ কয়েকবার জেলেদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
রাজশাহীর সময় / এফ কে