আফগানিস্তানে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যায় ১২ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন। তালেবান সরকারের মুখপাত্রের বরাত দিয়ে বোরবার এ তথ্য জানিয়েছ সংবাদ সংস্থা এএফপি।
মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, মেইদন ওয়ারদাক প্রদেশের জালরেজ জেলায় শনিবার রাতে বন্যায় ঘরবাড়ি ডুবে গেছে। অঞ্চলটি কাবুলের পশ্চিমে অবস্থিত।’ খবর এপির।
তিনি আরও বলেন, খুব দুঃখের সঙ্গে আমরা খবর পেয়েছি, আমাদের ১২ জন শহীদ হয়েছেন। এতে আর্থিক ক্ষতিও হয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ পাঠানো হচ্ছে।’
বন্যায় শতাধিক ঘরবাড়ি ধসে গেছে। এ ধ্বংসস্তূপের নিচে মানুষ চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ওই এলাকার কৃষিজমি তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে রাজধানী কাবুল ও মধ্য বামিয়ান প্রদেশের সংযোগকারী মহাসড়ক পানির নিচে। এতে সড়ক পথে রাজধানীর সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।
আফগানিস্তান শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত। কিন্তু বর্ষা মৌসুমে হঠাৎ ভারী বৃষ্টি হলে বন্যা দেখা দেয়। বিশেষ করে রাতে পানি বেড়ে ঘরবাড়ি ডুবে গেলে হতাহত বাড়ে। কারণ, ওই সময় অনেকেই ঘুমে থাকেন।