পাকিস্তানে জঙ্গি হামলা, নিহত ৫ পুলিশ


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-07-2023

পাকিস্তানে জঙ্গি হামলা, নিহত ৫ পুলিশ

পাকিস্তানে জঙ্গি হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত ও আরও ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেসামরিক লোকও রয়েছে। দেশটির খাইবার পাখতুনখওয়া প্রদেশে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি সরকারি দপ্তর ও পুলিশের একটি পোস্টে এ জঙ্গি হামালা করা হয়। খবর ডন। 

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে খাইবার জেলার বড় বাজার থানা সংলগ্ন তেহশিল সদরদপ্তরের প্রবেশপথে পুলিশ সদস্যরা দুই আত্মঘাতী বোমারুকে প্রবেশে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের বন্দুক লড়াই শুরু হয়।

এ সময় এক জঙ্গি নিহত হলে অপরজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের কারণে তেহশিল ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত এবং সাত পুলিশসহ ১০ জন আহত হন।

স্থানীয় পুলিশ প্রধান সেলিম আব্বাসি জানান, সম্ভাব্য হামলার বিষয়ে আগেই খবর পেয়েছিলেন তারা, তাই পুলিশ উচ্চ সতর্কাবস্থায় ছিল; ফলে এলাকাটি বড় ধরনের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে।

এই দপ্তরটিতে প্রতিদিন বহু লোক আসে জানিয়ে তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বহু প্রাণ রক্ষা পেয়েছে।’

ঘটনাস্থল থেকে একটি গাড়ি জব্দ করা হয়েছে। তেহশিল সদরদপ্তরে পৌঁছাতে হামলাকারীরা এটি ব্যবহার করেছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় আহত সবাইকে পেশোয়ারের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এক পুলিশ সদস্যের অবস্থা সঙ্কটজনক।

এ হামলার কয়েক ঘণ্টা আগে বুধবার রাত ১২টার দিকে পেশোয়ারের রেজি মডেল টাউনে পুলিশের এক ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হন। 

পুলিশ কর্মকর্তাদের ধারণা, হামলার সময় জঙ্গিরা নাইট ভিশন গ্যাজেট ব্যবহার করেছে।

তিনি জানান, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে এম-ফোরের গুলির ২১টি খোসা উদ্ধার করেছে, কিন্তু হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]