কৃষির উন্নয়নে কারিগরি সহায়তা দেবে এফএও


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-07-2023

কৃষির উন্নয়নে কারিগরি সহায়তা দেবে এফএও

কৃষির তিন প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। বুধবার (১৯ জুলাই) এ বিষয়ে চুক্তি সই হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে ইআরডি সম্মেলন কক্ষে এ চুক্তি সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং এফএও’র রিপ্রেজেনটেটিভ রবার্ট ডগলাস সিম্পসন। ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকল্প তিনটি হলো- এনাবেলিং ইনক্লুসিভ অ্যান্ড ইফেকটিভ ব্লেন্ডেড আনিভেসমেন্ট ইন এগ্রি-ফুড সিস্টেম ইন দ্য কনটেক্স অব দ্য হ্যান্ড ইন হ্যান্ড ইনিসিয়েটিভ প্রজেক্ট, ইনোভেটিভ অ্যাপ্রোচেস অব বেটার প্লান্ট প্রডাকশন এবং স্কেলিং-আপ ক্লাইমেট অ্যাকশন টু ইনহ্যান্স ন্যাশনালি ডিটারমাইন্ড কন্টিবিউশন্স অ্যান্ড ক্লাইমেট অ্যান্ড লাইভস্টক প্রজেক্ট।

এর মধ্যে প্রথম দুইটি প্রকল্প ফসল উপখাত এবং তৃতীয় প্রকল্পটি প্রাণিসম্পদ উপখাত থেকে ক্ষতিকারক গ্যাস নিঃসরণ নির্ণয়ে কারিগরি সহায়তা দেবে। ফসল উপখাতের দুইটি প্রকল্প বাস্তবায়ন করবে কৃষি মন্ত্রণালয়। এছাড়া প্রাণিসম্পদ উপখাতের প্রকল্প বাস্তবায়ন করবে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]