প্রেমিকার ওরনা গলায় পেঁচিয়ে প্রাণ দিলেন শিক্ষার্থী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-07-2023

প্রেমিকার ওরনা গলায় পেঁচিয়ে প্রাণ দিলেন শিক্ষার্থী

ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর প্রেমিকার ওরনা গলায় পেঁচিয়ে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থী হলেন, নাটোর জেলার বড়াইগ্রাম পারকোল এলাকার মৃত আব্দুর রাজ্জাক ও ফিরোজার ছেলে ফাহিম আহমদ (২৪)।

১৭ জুলাই সোমবার (রোববার দিবাগত রাত) ১ টার দিকে বারঘরিয়া নতুন বাজার এলাকার মহানন্দা আধুনিক ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন।।

জানা গেছে, রাত প্রায় ১টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর তাঁর মা বিষয়টি লক্ষ্য করেন এবং মেস মালিককে জানান।

পরবর্তীতে মেস মালিক তার সহপাঠীদের জানালে, তারা দরজায় নক করেন। কোন সাঁড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে দেখেন ফাহিম গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে রাতেই পুলিশ মহানন্দা আধুনিক ছাত্রাবাস থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্দের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।

এদিকে ফাহিমের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, প্রেমিকার কাছ থেকে প্রতারিত এবং বিশ্বাস ভঙ্গের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

পরিবারের প্রতি তার দায়িত্ব এবং বাবা-মার স্বপ্ন পূরণ না করতে পারার আবেগঘন বিষয়ওটি উঠে আসে ফাহিম ফয়সালের ফেসবুক স্ট্রাটাসে।

ফেসবুক স্ট্যাটাস থেকে আরও জানা যায়, প্রেমিকার প্রতি বিশ্বাস ভঙ্গের অভিমান-অভিযোগ এবং বাবা-মার কাছে ক্ষমা চেয়ে চোখে রঙিন স্বপ্ন নিয়েই প্রেমিকার দেয়া ওড়না গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন ফাহিম ফয়সাল।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]