ক্রাইমিয়া সেতুতে 'বিস্ফোরণ', নিহত ২


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-07-2023

ক্রাইমিয়া সেতুতে 'বিস্ফোরণ', নিহত ২

ইউক্রেইনে রাশিয়ার সেনাদের সরবরাহ পাঠানোর প্রধান পথ ক্রাইমিয়া সেতুতে বিস্ফোরণ ঘটেছে বলে খবর দিয়েছে ইউক্রেইনীয় গণমাধ্যম।সোমবার রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, 'জরুরি' এক পরিস্থিতিতে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ ঘটনায় দুইজন নিহত ও এক শিশু আহত হয়েছে।রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়া উপদ্বীপকে সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুটিতে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তারা।বার্তা সংস্থা রয়টার্সের এক ভিডিওতে ক্রাইমিয়ার সঙ্গে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলেকে সংযোগকারী ১৯ কিলোমিটার দীর্ঘ সড়ক ও রেল সেতুটিতে কোনো যানবাহন দেখা যায়নি।২০২২ সালে ইউক্রেইনে রাশিয়া কথিত সামরিক অভিযান শুরু করার পর বড় ধরনের একটি বিস্ফোরণে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

মেরামত করার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি মার্সিডিজ গাড়ি চালিয়ে সেতুটি পার হয়েছিলেন।ক্রাইমিয়ার রাশিয়ার নিয়োগকৃত গভর্নর সের্জেই আকসাইওনভ জানিয়েছেন, সেতুটির ১৪৫তম পিলারে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বিস্তারিত আর কিছু জানাননি।রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সেতুটির ক্রাইমিয়ার কাছাকাছি অংশের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পিলার ক্ষতিগ্রস্ত হয়নি।

কিন্তু কী কারণে সেতুটি ক্ষতিগ্রস্ত হল, সে বিষয়ে কিছু জানায়নি তারা।বার্তা সংস্থা আরবিসি-ইউক্রেইন জানিয়েছে, সেতুটির ওপর বিস্ফোরণ ঘটার শব্দ পাওয়া গেছে।রাশিয়ার মিলিশিয়া বাহিনী ওয়াগনার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট গ্রে জোন চ্যানেল জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোররাত ৩টা ৪ মিনিটে ও ৩টা ২০ মিনিটে সেতুটিতে দুটি হামলার ঘটনা ঘটেছে।রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলের গভর্নর বিচেস্লাভ গ্লাদকভ জানিয়েছেন, সেতুটিতে থাকা একটি গাড়ির যাত্রী এক বালিকা আহত ও তার বামা-মা নিহত হয়েছেন। তারা কীভাবে মারা গেছেন তা জানাননি তিনি।ইউক্রেইনের ওদেসার সামরিক প্রশাসনের মুখপাত্র সের্হিও ব্রাচ্চুক তার টেলিগ্রাম একাউন্টে একটি ছবি পোস্ট করেছেন, তাতে সেতুটির একটি অংশ ভেঙে পড়েছে বলে মনে হয়েছে।কোনো হামলার কারণে এ ঘটনা ঘটেছে কিনা তাত্‍ক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। তাত্‍ক্ষণিকভাবে ইউক্রেইনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।টুইটারে ওয়াশিংটনভিত্তিক একজন সমর বিশ্লেষক বলেছেন, সেতুটির ক্ষতি যদি গুরুতর হয় তাহলে ইউক্রেইনে থাকা রাশিয়ার সামরিক বাহিনীর সরবরাহে উল্লেখযোগ্য প্রভাব পড়বে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]