ভারতে ৮০০ বছরের পুরোনো মসজিদ বন্ধ


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 17-07-2023

ভারতে ৮০০ বছরের পুরোনো মসজিদ বন্ধ

ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ৮০০ বছরের পুরোনো একটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির কট্টর হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে সংশ্লিষ্ট একটি হিন্দু গোষ্ঠীর অভিযোগের পর রাজ্য কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ করে দেয়।

শনিবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার জানিয়েছে, কট্টরপন্থি সংগঠনের দায়ের করা অভিযোগের শুনানির সময় জেলা কালেক্টর আকস্মিকভাবেই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করেন।

কালেক্টর এলাকায় পুলিশ মোতায়েন করারও নির্দেশ দিয়েছেন। এতে করে ঐতিহাসিক মসজিদটিতে মুসলিমদের প্রার্থনা বন্ধ হয়ে গেল। ৮০০ বছরের পুরোনো এই মসজিদটিকে ‘বিতর্কিত’ হিসেবে আখ্যা দিয়ে তিনি তহসিলদারকে মসজিদের দায়িত্ব নিতে বলেন।

সম্প্রতি ‘পাণ্ডবওয়াদা সংঘর্ষ সমিতি’ নামে একটি অনিবন্ধিত সংগঠনের অভিযোগের কারণে মসজিদটি বন্ধ করে দেয়া হয়। অভিযোগকারী ব্যক্তির নাম প্রসাদ মধুসূদন ডান্ডাওয়াতে। মে মাসের মাঝামাঝি সময়ে জলগাঁও জেলা কালেক্টর আমান মিত্তালের কাছে এই মসজিদ নিয়ে একটি আবেদন করেন তিনি। অভিযোগকারী ডান্ডাওয়াতে কট্টর হিন্দুত্ববাদী দল আরএসএস এবং বজরং দলের সদস্য। তার দাবি, মসজিদটি একটি হিন্দু উপাসনালয়ের ওপর তৈরি করা হয়েছিল এবং রাজ্য কর্তৃপক্ষের সেটি দখল করা উচিত।

দ্য ওয়্যার জানিয়েছে, কালেক্টরের আদেশ এবং তা পাস করার ক্ষমতা বোম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়েছে। এরপরও জুম্মা মসজিদ ট্রাস্টের সদস্য আসলাম আশঙ্কা করছেন, অভূতপূর্ব এই আদেশটি রাজ্যের আট শতাব্দী প্রাচীন মসজিদকে ঘিরে সাম্প্রদায়িকতার সূচনা করেছে।

খবরে বলা হয়েছে, ৮০০ বছরের পুরোনো মসজিদটি উত্তর মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং ওয়াকফ বোর্ডের অধীনে নিবন্ধিত একটি সম্পত্তি।

জুম্মা মসজিদ ট্রাস্টের সদস্যরা বলেছেন, জুন মাসের তাদেরকে কাছে তাদের কাছে একটি নোটিশ আসে। তার আগ পর্যন্ত তারা এসব অভিযোগ সম্পর্ক কিছুই জানতেন না।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]