শাহরুখ-কাজলের জুটিকে বলা হয় বলিউডের ইতিহাসের ‘সবচেয়ে রোম্যান্টিক কপল’। অন্যদিকে স্বামী অজয় দেবগণের সঙ্গেও বারবরই নজর কেড়েছে কাজলের অনস্ক্রিন রসায়ন। তবে ৩১ বছরের লম্বা ফিল্মি কেরিয়ারের কখনও ক্যামেরার সামনে লিপলক করেননি কাজল। শাহরুখ-অজয়দের চুমু না খেলেও ওটিটি-কে পা রেখেই ভোলবদল ৪৮ বছর বয়সী বঙ্গ সুন্দরীর।
‘লাস্ট স্টোরিজ ২’-এ কুমুদ মিশ্রার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে নজর কেড়েছিলেন কাজল, এবার একধাপ এগিয়ে সোজা সহ-অভিনেতার ঠোঁটে ঠোঁট রাখলেন অভিনেত্রী। হ্যাঁ, কেরিয়ারের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য় ট্রায়াল… প্যায়ার, খুন, ধোকা’র জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙলেন কাজল। যা দেখে চক্ষ চড়কগাছ কাজল ভক্তদের। শুক্রবারই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হয়েছে এই ওয়েব সিরিজের। সোশ্যাল মিডিয়ায় তেমন ভালো সাড়া ফেলেনি ‘দ্য ট্রায়াল’, কিন্তু সিরিজে কাজলের ‘কিসিং সিন’ নিয়ে চর্চা থামছে না।
মার্কিন টিভি সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর রিমেক ‘দ্য ট্রায়াল’। যৌন সুবিধে নেওয়ার অপরাধে জেলে যাবে কাজলের (নয়নিকা সেনগুপ্ত) স্বামী (রাজীব সেনগুপ্ত)। এরপরই সংসারের দায়িত্ব এসে পড়বে কাজলের কাঁধে। এরপর নিজের পুরোনো পেশায় (আইনজীবী) ফিরবে সে। গল্প বলছে, কলেজ জীবনে আলি খান অভিনীত চরিত্রের (বিশাল চৌবে) সঙ্গে সম্পর্কে ছিলেন কাজল, পরে সেই সম্পর্ক ভেঙে যায়। এবং শেষমেশ রাজীবকে বিয়ে করে নয়নিকা। কিন্তু রাজীবের জেলে যাওয়ার পর হঠাৎ করেই নয়নিকার জীবনে ফিরে আসে পুরোনো প্রেম। পরিণতি এমন মাখোমাখো চুমু।
টেলিভিশনের পরিচিত নাম আলি খান। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন আলি। ‘দ্য ট্রায়াল’-এর সঙ্গে কামব্যাক করছেন তিনিও। বহুচর্চিত এই চুমুর দৃশ্য নিয়ে অভিনেত জানান, ‘আমরা একটা নামী হোটেলে এই দৃশ্য শ্যুট করেছি। পরিচালক আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা ক্লোজড সেট চাই কিনা এই দৃশ্যে, অর্থাৎ সেখানে শুধু জরুরি মানুষজনই হাজির থাকতে পারবেন। এই দৃশ্যের চিত্রায়ণের সময় আমাদের মধ্য়ে কোনওরকম লজ্জাবোধ বা কুন্ঠা কাজ করেনি। আমরা বেশ কয়েকবার দৃশ্য়টির রিহার্সাল করেছিলাম, তারপর শট দিই। শেষে মনিটরে গিয়ে দৃশ্যটা দেখে বাকিদের কাছে জানতে চাই সব ঠিক ছিল কিনা, ব্যাস তারপরই অন্য দৃশ্যের প্রস্তুতিতে লেগে যাই’।
‘দ্য ট্রায়াল’ দেখে মোটেই সন্তুষ্ট নয় নেটিজেনরা। এই কোর্টরুম ড্রামাকে মার্কিন সিরিজের ‘সস্তা কপি’র তকমা দিয়েছেন অনেকেই। যিশু-কাজল-আলি ছাড়াও এই কোর্টরুম ড্রামায় অভিনয় করেছেন মানাসভি মামগাই, শিবা চড্ডা,বীণা বন্দ্যোপাধ্যায়রা।