ভারতে ভোটে মৃত্যু বেড়ে ৫৩


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 16-07-2023

ভারতে ভোটে মৃত্যু বেড়ে ৫৩

ভোট সন্ত্রাসে মুর্শিদাবাদের হরিহরপাড়ার সিপিআইএম কর্মী রিন্টু শেখের মৃত্যু। গত ৮ জুলাই ভোটগ্রহণ চলাকালীন তৃণমূলি দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করেছিলো। তার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার কলকাতার ডাক্তার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সিপিআইএমের দাবি, পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিন সকালে হরিহরপাড়ার নিয়ামতপুরে নিজের বুথের দায়িত্বে ছিলেন রিন্টু। ক্যাম্প অফিসে বসেছিলেন তিনি। তখন তাঁর ওপর হামলা চালায় তৃণমূলি দুষ্কৃতীরা। রিন্টু শেখকে বেধড়ক মারধর করে তারা। মারের চোটে অচেতন হয়ে পড়েন ওই সিপিআইএম কর্মী। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রবিবার মৃত্যু হয় তাঁর। এই নিয়ে ভোট সংক্রান্ত হিংসায় রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫২।

সিপিআইএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ‘তৃণমূলের সন্ত্রাসের শিকার রিন্টু শেখ। তৃণমূল তাঁকে খুন করেছে। আমরা এই রাজনৈতিক হিংসার নিন্দা করি। রিন্টুর হত্যাকারীদের শাস্তির দাবিতে আমরা পথে নামব।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]