জর্জিয়ার হ্যাম্পটনে বন্দুক হামলা, নিহত ৪


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 16-07-2023

জর্জিয়ার হ্যাম্পটনে বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার হ্যাম্পটন শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন হামলাকারীকে এখনও সনাক্ত করা যায়নি এবং সে পলাতক রয়েছে বলে সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছেন হেনরি কাউন্টির মুখপাত্র মেলিসা রবিনসন।

হ্যাম্পটন হেনরি কাউন্টির আটলান্টা থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে অবস্থিত একটি ছোট শহর।
 
রবিনসন জানান, তারা বন্দুক হামলার খবর সম্পর্কিত প্রথম ফোনকলটি পান এদিন সকাল পৌনে ১১টার দিকে। ঘটনাটি ঘটেছে ডগউড লেক সাব-ডিভিশনের কাছাকাছি একটি এলাকায়, যেখানে বাড়িঘরের পাশাপাশি একটি ব্যাপ্টিস্ট চার্চও রয়েছে। 

এদিকে হ্যাম্পটন পুলিশ বিভাগের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হেনরি কাউন্টি পুলিশ বিভাগ, হেনরি কাউন্টি শেরিফ বিভাগ, হেনরি কাউন্টি হোমল্যান্ড সিকিউরিটি এবং হেনরি কাউন্টি ক্রাইম সিন ইউনিটের সহায়তায় এ ঘটনায় তদন্তের নেতৃত্ব দিচ্ছে হ্যাম্পটন পুলিশ বিভাগ।’ 
 
জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনকেও বিষয়টি অবহিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]