ভারতের পশ্চিম উত্তর প্রদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (১৫ জুলাই) মীরাট জেলার ভবানপুরের রালি চৌহান গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ব্যক্তিরা কানওয়ারযাত্রী ছিলেন। হরিদ্বারের গঙ্গা নদী থেকে পবিত্র জল নিয়ে ফেরার সময় তাদের গাড়ি রাস্তায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে এবং গাড়িটি বিদ্যুতায়িত হয়। এর ফলে ঘটনাস্থলেই মানিশ নামের এক ব্যক্তি মারা যান। পরে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়। অন্যদিকে আহতাবস্থায় আরও পাঁচজন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় বিক্ষোভে রাস্তায় নেমেছে গ্রামবাসী। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। এবং তারা বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে সৃষ্ট এই মর্মান্তিক দুর্ঘটনার বিচার চেয়ে দাবি জানিয়েছেন।
কানওয়ার যাত্রা ভারতের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। প্রতি বছর উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে ১০ থেকে ১২ মিলিয়ন মানুষ এই তীর্থযাত্রায় অংশ নেয়।