শিশমহলের আদলে বাড়ি বানাচ্ছেন ইলন মাস্ক, তদন্তে টেসলা


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 15-07-2023

শিশমহলের আদলে বাড়ি বানাচ্ছেন ইলন মাস্ক, তদন্তে টেসলা

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার তহবিল ব্যবহার করে প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক গোপনে নিজের জন্য একটি শিশমহলের আদলে বাড়ি বানাচ্ছেন কি না, এটি নিয়ে তদন্ত শুরু করেছেন প্রতিষ্ঠানটির বোর্ড সদস্যরা।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) বরাতে এমন তথ্যই জানিয়েছে এনডিটিভি।

 এতে বলা হয়েছে, সিইও ইলন মাস্ক টেসলার তহবিল ব্যবহার করে নিজের জন্য একটি বাড়ি বানাচ্ছেন কি না, সেটি জানতে প্রতিষ্ঠানটির বোর্ডের সদস্যরা একটি তদন্ত পরিচালনা করছেন।
 
ডব্লিউএসজে এর হাতে আসা নথিতে বলা হয়েছে, ‘প্রজেক্ট ৪২’ নামে পরিচিত এই গোপন প্রকল্পটিকে ইলন মাস্কের বাড়ি হিসেবে বর্ণনা করা হয়েছে। বাড়িটি ডিজাইন করা হয়েছে মূলত পেঁচানো ষড়ভুজ আকৃতির। এটির পেছনে থাকবে টেসলার কারখানা ও সামনে থাকছে চমৎকার জলাভূমি।
  
বিষয়টির সঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শিশমহলের আদলে তৈরি করা হচ্ছে এই বাড়িটি। তবে বেডরুম, বাথরুম এবং রান্নাঘরসহ তৈরি বাসস্থানটিতে আবাসিক বাড়ির সব বৈশিষ্ট্য থাকবে।
 
সূত্র বলছে, গত বছর থেকে টেসলার কর্মীরা এই প্রকল্পে বেশ সতর্কতার সঙ্গে কাজ করছেন।
 
টেসলার আইনজীবি এং বোর্ডের সদস্যরা এই প্রকল্পটি সুক্ষভাবে যাচাই-বাছাই করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ডব্লিউএসজে।
 
সম্প্রতি কয়েক মিলিয়ন ডলার মূল্যে বিশেষ কাঁচের একটি অর্ডার নিয়ে কোম্পানির মধ্যে বেশ জল্পনাকল্পনার সৃষ্টি হয়। ঠিক কী উদ্দেশ্যে এই কাঁচ কেনা হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। ফলে কোম্পানির সম্পদ অপব্যবহার হচ্ছে কি না, বা ইলন মাস্ক নিজে কোম্পানির সম্পদ অপব্যবহার করছেন কি না, তা নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করা হয়।
 
তদন্ত চলাকালে এ প্রকল্পের সঙ্গে যুক্ত টেসলার কর্মকর্তারা তাদের কতটা সময় সেখানে ব্যয় করছেন সে বিষয়েও জিজ্ঞাসা করা হয়। তবে এই তদন্তের ফলাফল এখনও জানা যায়নি।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]