আগামী জাতীয় সংসদ নির্বাচনে বহির্বিশ্ব বিএনপির নেতাকর্মীদের কী করণীয় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে ফিরলেন ১৮টি অঙ্গরাজ্যের ৩৪ নেতাকর্মী। লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দরা। স্থানীয় সময় রবিবার (৯ জুলাই) পুর্ব লন্ডনের একটি হোটেলের মিলনায়তনে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরকার বিরোধী আন্দোলন ও সাবেক প্রধানপমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান তারেক রহমান। বিএনপির একাধিক সূত্র এ খবর জানিয়েছে।
বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম, বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর, লন্ডন বিএনপির সভাপতি এ এম মালেক ও লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীসহ দলের গুরত্বপূর্ণ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
প্রত্যেকটি অঙ্গরাজ্য বিএনপির দলীয় কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা শোনেন তারেক রহমান। জবাবে তিনি সকল নেতাদের উদ্দেশ্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এখন কোন পদ পদবির চিন্তা না করে সবাইকে সাথে মিলেমিশে কাজ করতে হবে। দেশকে বাঁচাতে ও খালেদা জিয়াকে হয়রানীমুলক মামলা থেকে মুক্ত করতে দেশ ও প্রবাসের বিএনপি নেতাকর্মীদের আন্দোলনের বিকল্প নেই। আন্দোলন ছাড়া এই স্বৈরাচার সরকারের কবল থেকে রক্ষা করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। মত বিনিময় সভায় ১৮ কমিটির ৩৬ জন নেতা যাবার কথা থাকলেও দুজন ব্যক্তিগত সমস্যার উক্ত মতবিনিময় সভায় যোগ দিতে পারেননি। মতবিনিময় সভার শুরুতেই ৩৪ন নেতা তাদের পরিচয় এবং দল পরিচালনায় নানা সমস্যার কথা তুলে ধরেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনযোগসহকারে প্রত্যেকের কথা শুনে তাৎক্ষণিক সমাধানেরও চেষ্টা করেন।
দেশকে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার হাত থেকে উদ্ধার করতে সকলে সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ১৮টি কমিটি দেয়া হয়েছে। এই ১৮টি কমিটির মর্যাদা জেলা কমিটির মর্যাদার কথা তিনি উল্লেখ করেন। তারেক রহমান কোনো কোনো নেতার বক্তব্যের জবাবে বলেন, আপনারা অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানে আমি ভার্চুয়ালি আমি ভাষণ দেবো। তারেক রহমানের সঙ্গে প্রায় ৮/৯ ঘন্টার বৈঠক চলে নেতা কর্মীদের। অনুষ্ঠানে তিনি এক ঘণ্টার বেশি সময় ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তিনি প্রতিটি কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে ছবিও তোলেন তারেক রহমান।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দলীয় মতবিনিময় সভায় অংশ নেন- ফ্লোরিডা বিএনপির সভাপতি এমরামুল হক চাকলাদার, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম শিপলু, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, ওয়াশিংটন বিএনপির সভাপতি হাফেজ খান সোহায়েল, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ভার্জিনিয়া বিএনপির সভাপতি মোহাম্মদ জহির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মেরিল্যান্ড বিএনপির সভাপতি শাহীদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল, জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক মামুন শরিফ, নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি বদরে আলম সাইফুল, সাধারণ সম্পাদক আলী হায়দার মনসুর, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলি উল্যাহ আতিকুর রহমান, সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম, নিউইয়র্ক মহানগর উত্তরের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, সদস্য সচিব ফয়েজ চৌধুরী, টেক্সাস বিএনপির সভাপতি সাইদুল হক সাইদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পেনসিলভানিয়া বিএনপির সভাপতি শাহ ফরিদ, সাধারণ সম্পাদক নূর উদ্দিন নাহিদ, ওহাইও বিএনপির সভাপতি হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু এবং ডেইজি নার্গিস, কানেকটিকাট বিএনপির সভাপতি তৌফিকুল আম্বিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হিমু, নিউজার্সি (উত্তর) সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সাধারণ সম্পাদক বাচ্চু পাঠান, নিউজার্সি দক্ষিণের সভাপতি মোহাম্মদ কাওসার শাহীন এবং সাধারণ সম্পাদক রহিম বাবুল।