পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপুল জয়


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-07-2023

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপুল জয়

পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতেছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে রেকর্ড জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

বিজেপি রয়েছে দ্বিতীয় অবস্থানে, কিন্তু ব্যবধান ব্যাপক। রাজ্যের উত্তরবঙ্গে বিজেপি তাদের ঘাঁটিও ধরে রাখতে পারবে না।

বুধবার ভারতের স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে তৃণমূল জিতেছে ৩০ হাজার ৩৯১টি আসন। বিজেপি ৮ হাজার ২৩৯, বাম দল ২ হাজার ৬৫৭ এবং কংগ্রেস জিতেছে ২ হাজার ১৫৮টি আসন।

পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ৩ হাজার ৭৬১টি, বিজেপি ৪৬৮টি, কংগ্রেস ১০২টি ও বাম দল ১০০টি আসনে জয়লাভ করেছে। আর ২০টি জেলা পরিষদের মধ্যে মঙ্গলবার রাত ১২টার হিসাব অনুযায়ী তৃণমূল ১২টিতে জয়লাভ করে। অন্য জেলা পরিষদের ফলাফল ওই রাতে পাওয়া যায়নি।

এদিকে, আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোট গণনার প্রথম দিনে ব্যাপক বিশৃঙ্খলা ও বোমাবাজির ঘটনা ঘটেছে। আজ বুধবার দ্বিতীয় দিনেও সন্ত্রাসের ঘটনা ঘটেছে।

ভাঙড়ে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছে। কাঁঠালিয়া এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই আইএসএফ কর্মী এবং এক যুবকের মৃত্যু হয়। যুবক কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক পদস্থ কর্মকর্তা এবং এক পুলিশকর্মী। বুধবার সকাল থেকেই এলাকায় টহল দিচ্ছে পুলিশ। চলছে ধরপাকড়।

পুরুলিয়ায় তৃণমূলের জয়

পুরুলিয়ায় জেলা পরিষদ নিজেদের দখলে রেখেছে তৃণমূল। এই জেলায় ৪৫টি আসনের মধ্যে ৪২টিতে তৃণমূল জিতেছে। দু’টি আসনে জিতেছে বিজেপি।

হুগলির জেলা পরিষদ তৃণমূলের

হুগলির জেলা পরিষদও দখল করল তৃণমূল। এই জেলায় জেলা পরিষদের ৫৩টি আসন। তার মধ্যে ৫১টিতে তৃণমূল জয়ী হয়েছে। দু’টি আসন পেয়েছে বিজেপি। এ ছাড়া, ১৮টি পঞ্চায়েত সমিতির ১৭টি এবং ২০৭টি গ্রাম পঞ্চায়েতের ১৮৯টিতে তৃণমূল জয়ী হয়েছে।

কোচবিহারে জেলা পরিষদে জয়ী তৃণমূল

কোচবিহারেও জেলা পরিষদ তৃণমূলের দখলে। এই জেলায় মোট জেলা পরিষদ ৩৪টি। তার মধ্যে ৩২টিতেই জয় পেয়েছে শাসকদল। দু’টি আসন জিতেছে বিজেপি। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলের আধিপত্য।

পশ্চিম বর্ধমানেও জেলা পরিষদ তৃণমূলের

পশ্চিম বর্ধমানে জেলা পরিষদ দখলে রাখল তৃণমূল। এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ১৮টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে। এ ছাড়া গ্রাম পঞ্চায়েতে ৯৪১টি আসন এবং পঞ্চায়েত সমিতিতে ১৬৫টি আসনে জয় পেয়েছে তৃণমূল।

দক্ষিণ দিনাজপুরেও জয়ী তৃণমূল

দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদও তৃণমূলের দখলে। এই জেলায় মোট জেলা পরিষদের সংখ্যা ২১। সব ক’টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে শাসকদল। দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদ বিরোধীশূন্য। এ ছাড়া, পঞ্চায়েত সমিতির ১৮৯টি আসনের মধ্যে ১৬৪টিতে তৃণমূল জয় পেয়েছে। গ্রাম পঞ্চায়েতের ১৩০৮টি আসনের মধ্যে ৮৭১টিতে জয়ী তৃণমূল।

দক্ষিণ ২৪ পরগনায় জয়ী তৃণমূল

দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ তৃণমূলের দখলেই থাকল। এই জেলার জেলা পরিষদের মোট ৮৫টি আসনের মধ্যে ৮৪টিতে জয়ী হয়েছে শাসকদল। একটি আসনে জয় পেয়েছে আইএসএফ।

মালদহে বিজেপির বিক্ষোভ

মালদহে গণনায় কারচুপির অভিযোগে বিক্ষোভ বিজেপির। অভিযোগ, জিতলেও বিজেপি প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। বিজেপির দাবি, হবিবপুর ব্লকে জেলা পরিষদের ৪ নম্বর আসনে বিজেপি প্রার্থী সোনালি টুডু ১২০০ ভোটে জয়লাভ করেছেন। কিন্তু ব্লক প্রশাসন তৃণমূল প্রার্থী রেজিনা মুর্মুকে জয়ী ঘোষণা করেছে। তাঁকেই দেওয়া হয়েছে সার্টিফিকেট। এর প্রতিবাদে উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু-সহ বিজেপির কর্মী ও সমর্থকেরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

এদিকে, রাজ্যের বিরোধী জোট অভিযোগ দিয়েছে, শাসক দল তৃণমূল ভোট কারচুপি করেছে, জাল ভোট দিয়েছে, ব্যালট ছিনতাই করেছে। শাসক দল তৃণমূল একচ্ছত্রভাবে ভোট কারচুপি করে নির্বাচনে জয়ী হয়েছে।

যদিও বিরোধীদের এই দাবি প্রত্যাখ্যান করেছে তৃণমূল। তারা বলেছে, মমতার উন্নয়নের ধারা দেখে রাজ্যবাসী বিপুল ভোটে জয়ী করেছে তৃণমূলকে। তবে দেখা দেছে, ২০১৮ সালের সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এবার। অন্যদিকে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ এবার প্রথম পঞ্চায়েত নির্বাচনে নামলেও তারা তৃণমূলের সঙ্গে চ্যালেঞ্জ করে বেশ কিছু আসন ছিনিয়ে নিয়েছে। যদিও এবার এ নির্বাচনে রাজনৈতিক সহিংসতায় ৪১ জনের প্রাণ গেছে। গতকাল ফল গণনার দিনেও একজনের প্রাণ গেছে।

অন্যদিকে, গতকাল দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে ফলাফল ঘোষণার দিন এক আইএসএফ কর্মীকে গুলি করে শাসক দলের নামধারী দুষ্কৃতকারীরা হত্যা করেছে। ফলে এ বছরের এই পঞ্চায়েত নির্বাচন ঘিরে নিহত হয়েছে ৪২ জন। গত নির্বাচনে এ সংখ্যা ছিল ২৩।

এই ফলাফলের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবার প্রমাণ করল বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন। সূত্র: আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]