কেউ রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন না: স্বস্তিকার আরজি


বিনোদন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-07-2023

কেউ রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন না: স্বস্তিকার আরজি

কয়েকদিন আগেই কবিগুরুর বেশে দেখা দিয়েছিলেন অনুপম খের। গত ৮ জুলাই আচমকাই অনুপমকে এই বেশে দেখে চমকে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কাউকে রবি ঠাকুরের বেশে দেখতে ঘোর আপত্তি জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।  

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যে কোনও কারোর রবি ঠাকুর সাজাতে আপত্তি রয়েছে অভিনেত্রী স্বস্তিকার। ৯ জুলাই, রবিবার অনুপম খেরের নাম না করে টুইটারে তিনি ‘রবি’ সাজা নিয়ে আপত্তি জানিয়ে লিখেছেন, ‘কেউ রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন না। ওই মানুষটিকে একা ছেড়ে দিন।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তিকার সঙ্গে সহমত প্রকাশ করেছেন অনেকে। কেউ লিখেছেন, ‘একেবারেই সঠিক কথা, তবে শুনছে কে!’ এক রবীন্দ্রপ্রেমী ব্যক্তির দাবি, ‘বাংলা তাকে ভালো করেই জানে, বাকি ভারত তেমনটা জানে না। তাই তার গল্প বলা উচিত এবং সিনেমা একটি ভালো মাধ্যম। তবে সবকিছু নির্ভর করে তার জীবনের কোন পর্বটি চিত্রিত হচ্ছে। যদি শান্তিনিকেতনের শেষের দিনগুলো হয় তাহলে সেটা খুব কম বলা হবে।’ কারোর কথায়, ‘আমরা যদি তার ব্যক্তিত্বকে মর্যাদার সঙ্গে তুলে ধরতে পারি.. তাহলে সিনেমা তৈরি করা যেতে পারে.. কারণ আমি এটাও দেখেছি যে তিনি বাংলায় যে সম্মান পান, সারা ভারতে কেউ তাতে পাত্তা দেয় না। তবে আমাদেরকে ঠিকভাবে এগিয়ে যেতে হবে।’ কেউ আবার স্বস্তিকার উদ্দেশ্যে লিখেছেন, ‘এখন আপনার এই চিন্তা ভাবনায় সীমাবদ্ধতা প্রকাশ পাচ্ছে... মতপ্রকাশের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত... এত অসহিষ্ণু হবেন না।’

রবীন্দ্রনাথকে নিয়ে শুধু স্বস্তিকা কেন বহু বাঙালিরই একটা আলাদা আবেগ কাজ করে। কবিগুরুর প্রতি তার ভালোবাসার কথা, উপলব্ধির কথা, আবেগের কথা বহুবার প্রকাশ করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি পুরী বেড়াতেও গিয়েও সৈকতে বসে সকলের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখা গিয়েছে স্বস্তিকাকে। বহুবার নিজের লেখায়, কথায় স্বস্তিকা বলেছেন, তিনি ছোটথেকেই বাড়িতে রাবীন্দ্রিক পরিবেশে, রবিন্দ্রনাথের জীবন দর্শন আঁকড়ে বড় হয়েছেন। আর তাই রবীন্দ্রনাথকে নিয়ে আবার কেমন সিনেমা তৈরি হবে, তাকে নিয়েও কাটাছেঁড়া করা হবে, এমন ভেবে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিনেত্রী।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]