বিক্ষিপ্ত অশান্তির (Panchayat Election Counting Violence) আবহে আজ, মঙ্গলবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের গণনা চলছে সকাল থেকে। রাজ্যের নানা প্রান্ত থেকেই খবর এসেছে আহত হওয়ার। বিধায়কদের গায়েও হাত পড়েছে। উদ্ধার হয়েছে বোমা। গ্রেফতারও করা হয়েছে ১১ জনকে।
মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ের মধ্যেই চলছে ভোট গণনা। কিন্তু এদিন সকাল থেকেই জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যে মারামারি, বোমাবাজির ঘটনাও ঘটেছে। শাসক দল তৃণমূল থেকে শুরু করে বিরোধী দলের একাধিক নেতা-নেত্রী, জনপ্রতিনিধিরা মার খেয়েছেন। উদ্ধার হয়েছে প্রচুর বোমা। গাড়ি, বাইক ভাঙচুরের ঘটনাও ঘটেছে। গ্রেফতারও হয়েছেন অনেকে।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, গণনার দিনে দুপুর ৩টে পর্যন্ত হিংসায় আহত হয়েছেন ৬১ জন। তাঁদের মধ্যে যেমন আছেন সাধারণ রাজনৈতিক কর্মী, তেমনই আছেন জন প্রতিনিধিরা। যদিও এখনও পর্যন্ত কারওর মৃত্যুর খবর মেলেনি।
মুর্শিদাবাদ
মনোয়ন পর্ব থেকেই উত্তপ্ত হয়ে ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদ। ভোট ঘোষণার দিন, ৮ জুন প্রথম খুন হয় এই জেলাতেই। ভোটের দিনও এই জেলার বিভিন্ন জায়গা থেকে অশান্তির ঘটনার খবর সামনে এসেছিল। গণনার দিনেও হিংসার ঘটনা থেকে বাদ গেল না মুর্শিদাবাদ।
তৃণমূল ও সিপিএম সংঘর্ষের ঘটনা ঘটে। জঙ্গিপাড়ায় ৫ জন সিপিএম কর্মী ও হরিহরপাড়ার ১ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। এই জেলা থেকে উদ্ধার হয়েছে ৫টি তাজা বোমা।
দক্ষিণ ২৪ পরগনা
ভোট গণনার দিন সকালেই উত্তপ্ত হয়ে ওঠে ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজের গণনাকেন্দ্রে। মুহুর্মুহু বোমা পড়েছে। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন। এছাড়াও বারুইপুরে ১ জন বিজেপির পোলিং এজেন্ট আহত হওয়ার খবর মেলে। পুলিশ ও আইএসএফ সংঘর্ষে নওসাদ দলের ২ জন কর্মী আহত হয়েছেন।
বীরভূম:
নানুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এছাড়াও এই এলাকাতেই সকাল থেকেই নিখোঁজ ২ জন সিপিএম প্রার্থী, এমন অভিযোগও উঠেছে।
পূর্ব বর্ধমান:
কাটোয়া, দুর্গানগর মিলিয়ে ১৩ জন বিজেপি কর্মী আহত হয়েছেন। গলসিতে এক কংগ্রেস প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও খণ্ডঘোষে সিপিএম-পুলিশ সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন বলে খবর।
বাঁকুড়া:
বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
পূর্ব মেদিনীপুর:
ময়না গণনা কেন্দ্রে গন্ডগোলের সময় পুলিশের লাঠিচার্জে ৪ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
কোচবিহার:
দিনহাটা তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। সেই ঘটনায় ৫ জন বিজেপি কর্মী আহত হয়েছেন। তুফানগন থেকে ২০টি তাজা বোমা উদ্ধার হয়েছে।
হাওড়া:
বাগনানে বিজেপির এক পোলিং এজেন্ট আহত হয়েছেন।
হুগলি:
ধনেখালিতে আরও এক বিজেপি কর্মী আহত হওয়ার খবর মিলেছে।
উত্তর ২৪ পরগনা:
বনগাঁতে ১ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন।
মালদহ:চাঁচল থেকে দু’ব্যাগ তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
পশ্চিম মেদিনীপুর:
কাঁকসায় তৃণমূল ও সিপিএম সংঘর্ষে ১২ জন আহত হওয়ার খবর মিলেছে।
নদিয়া:
এদিন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আচমকাই অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি রানাঘাটের এক হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।