‘অশিক্ষিত নেতারা দেশ চালাচ্ছে, কাজল


তামান্না হাবিব নিশু : , আপডেট করা হয়েছে : 09-07-2023

‘অশিক্ষিত নেতারা দেশ চালাচ্ছে, কাজল

বলিউডের ‘বিন্দাস' কন্যে তিনি। মনের কথা ঠোঁটে আনতে দু-বার ভাবেন না কাজল। দেখতে দেখতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর পার করে ফেলেছেন কাজল। এই লম্বা সফরে বলিউডের অনেক বদলের সাক্ষী থেকেছেন ‘বাজিগর’ গার্ল। আচমকাই সোশ্যাল মিডিয়ায় রোষের শিকার ‘কুছ কুছ হোতা হ্যায়’ খ্যাত নায়িকা। রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বেফাঁস মন্তব্য করে কটাক্ষের শিকার কাজল। 'অশিক্ষিত নেতারা দেশ চালাচ্ছে', এ কথা বলায় কাজলের উপর রেগে কাঁই ভক্তরা। লাগাতার ট্রোল হওয়ার পর অবেশেষে সাফাই বিবৃতি এল অজয় ঘরণীর তরফে। কিন্তু সোজাসুজি ক্ষমা চাননি ‘দ্য ট্রায়াল’ অভিনেত্রী। আরও পড়ুন-চাদরের পিছনে পোশাক বদল, ঝক্কি সামলাত নায়িকারা! কাজল বলছেন, ‘ভ্যাগিস এখন ভ্যানিটি ভ্যান আছে’।

হ্যাঁ, নায়িকা ভাঙলেন তবু মচকালেন না। টুইটারে কাজল লেখেন- ‘আমি শিক্ষা নিয়ে একটি অবস্থান রেখেছিলাম মাত্র, সেটা জরুরি। আমার উদ্দেশ্য ছিল না কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে ছোট করবার, আমাদের অনেক নেতা রয়েছেন যাঁরা সঠিক পথে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে’।

শীঘ্রই কোর্টরুম ড্রামা ‘দ্য ট্রায়াল'-এর প্রচারের ফাঁকে কাজল দ্য কুইন্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ভারতে ধীর গতিতে বদল আসে কারণ মানুষজন পুরোনো প্রথা আঁকড়ে রয়েছে, এবং সঠিক শিক্ষা থেকে বঞ্চিত। নারীদের ক্ষমতায়ন সম্পর্কে কথা বলতে গিয়ে কাজল বলেন- ‘ভারতের মতো দেশে পরিবর্তন খুব ধীর গতিতে হয়, খুবই আস্তে। কারণ আমরা  পুরোনো প্রথা আঁকড়ে রয়েছি, এবং আমাদের চিন্তাভাবনায় জং পড়ে গিয়েছে। অবশ্যই সেটা আমাদের মধ্যেকার শিক্ষার অভাব’। এরপরই রাজনৈতিক ব্যক্তিত্বের খোঁটা দিয়ে তিনি বলেন-'আমাদের অনেক রাজনৈতিক নেতা রয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতাই নেই। আমি দুঃখিত, কিন্তু তা সত্ত্বেও এটা আমি বলব। আমার উপর কর্তৃত্ব ফলাচ্ছে যাঁরা, তাঁদের অনেকেরই কোনও দূরদৃষ্টি নেই। আমার বিশ্বাস সেই দূরদৃষ্টিটা শিক্ষার আলো দিতে পারে, অন্তত অন্যরকম একটা ভাবনাচিন্তা নিশ্চিতভাবেই তুলে ধরে'। 

সম্প্রতি নেটফ্লিক্সের অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’তে দেখা মিলেছে কাজলের। লাস্ট স্টোরিজ ২’-এ অমিত শর্মা পরিচালিত গল্পে রয়েছেন কাজল। মদ্যপ স্বামীর অত্যাচারে কোণঠাসা কাজল, একমাত্র ছেলের মুখ চেয়েই সব অত্যাচার সহ্য করেছিলেন। তবে কাজলের একটা ভুল সিদ্ধান্ত বদলে দেবে সবকিছু! ফের ওটিটি প্ল্যাটফর্মেই ‘দ্য ট্রায়াল’ নিয়ে হাজির হচ্ছেন কাজল। মার্কিন কোর্টরুম ড্রামা ‘দ্য গুড ওয়াইফ’-এর এই রিমেকে কাজলের স্বামীর চরিত্রে দেখা মিলবে যিশু সেনগুপ্তের। ‘দ্য ট্রায়াল’ কাজল অভিনীত প্রথম ওয়েব সিরিজ। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]