ভয়হীন অন্তর ও ক্ষতিকর ইলম থেকে বেঁচে থাকার দোয়া


ধর্ম ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-07-2023

ভয়হীন অন্তর ও ক্ষতিকর ইলম থেকে বেঁচে থাকার দোয়া

ক্ষতিকর ইলম বা জ্ঞান এবং আল্লাহর ভয়হীন অন্তর দুটিই মানুষের জন্য মারাত্মক বিপদ। দুটি কারণেই মানুষের বড় অন্যায়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ থেকে সতর্ক থাকা জরুরি। তাই সব সময় আল্লাহর কাছে ক্ষতিকর জ্ঞান ও ভয়হীন অন্তর থেকে বেঁচে থাকার দোয়া করা আবশ্যক। যেভাবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে এ বিষয়গুলোতে আশ্রয় চাইতেন।

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্ষতিকর জ্ঞান থেকে মহান আল্লাহর কাছে এভাবে নিরাপদ আশ্রয় চেয়েছেন-

نَعُوْذُ بِاللهِ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَ مِنْ قَلْبٍ لَا تَخْشَعُ

উচ্চারণ: ‘নাউজুবিল্লাহি মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন ক্বালবিন লা তাখশাউ।’

অর্থ: আল্লাহর কাছ থেকে এমন ইলম থেকে আশ্রয় চাই যা উপকারী নয়। আর এমন অন্তর থেকে আশ্রয় চাই; যাতে আল্লাহর ভয় নেই।’ (তাফসিরে কাবির)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈমান ধ্বংসকারী ইলম থেকে হেফাজত করুন। ক্ষতিকর জ্ঞান থেকে বাঁচিয়ে রাখুন আমিন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]