পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সংঘর্ষ, নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 08-07-2023

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সংঘর্ষ, নিহত ৯

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ভোটগ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টার মধ্যেই অন্তত ৯ জন নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

শনিবার (৮ জুলাই) রাজ্যের ২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে তিন স্তরের গ্রাম পঞ্চায়েত নির্বাচন শুরু হয়। এতে মোট ভোটার সংখ্যা ৫ কোটি ৬৭ লাখ।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন তৃণমূল সদস্য; বিজেপি, বাম ও কংগ্রেসের একজন করে কর্মী এবং একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।

সংঘর্ষের পেছনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতাকে দায়ী করছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সহিংস সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি অন্তত দুটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ভাঙচুর করা হয়েছে।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ৮ জুন নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে রাজ্যজুড়ে নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। শুক্রবার (৭ জুলাই) এসব সংঘর্ষে এক কিশোরসহ ১৫ জন নিহত হন। শনিবারের ৯ জনসহ মোট ২৪ জনের প্রাণহানি হয়েছে।

রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এসব সহিংসতার জন্য একে-অপরকে দোষারোপ করেছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]