ইতালির বৃদ্ধাশ্রমে আগুনে ৬ জনের প্রাণহানি, আহত ৮০


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 08-07-2023

ইতালির বৃদ্ধাশ্রমে আগুনে ৬ জনের প্রাণহানি, আহত ৮০

ইতালির মিলান শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ছয় জনের প্রাণহানি ঘটেছে। এছাড়াও এতে অন্তত ৮০জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাত ১টায় এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃদ্ধাশ্রমটিমিলানের কাসা দেই কোনিগোইতে অবস্থিত। সেখানে ১৬৭ জন বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে পাঁচজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয় আগুনে পুড়ে। আর বাকিরা মা ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন।

আগুন লাগার পর বৃদ্ধাশ্রমের একজন কর্মী ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের চারটি দল কাজ করেছে।
 
মিলানের ফায়ার চিফ নিকোলা মিসেলি সংবাদমাধ্যমকে  বলেন, ‘আগুনের সূত্রপাত একটি বেডরুমে হয়েছে বলে ধারণা করা হচ্ছে । এরপর এটি পুরো ভবনে ছড়িয়ে পড়ে।’
 
নিকোলা আরও বলেন, ‘ আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন ছিল। কারণ ধোঁয়ার জন্য কোনও কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।’
 
প্রতিবেদনে বলা হয়েছে,আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা সবাই শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
  
মিলানের মেয়র গিওসেপ্পি সালা বলেন, ‘আগুন অনেক বড় ক্ষতি করেছে। আশা করি যারা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছে তারা এই ক্ষতির অংশ হবেন না।’
 
সালা আরও বলেছেন, ‘বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের এক এক করে বের করে নিয়ে আসতে হয়েছে। ’

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]