দেশজুড়ে করোনায় আরও ৯ জনের মৃত্যু


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-02-2022

দেশজুড়ে করোনায় আরও ৯ জনের মৃত্যু

ধীরে ধীরে দেশে কমে আসছে করোনা সংক্রমণ। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের রোববারের (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৮৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনে। শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৪ জন। মোট সুস্থ ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন। এই ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৪৩ জনের।

এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে আরও ৮ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন আরও ৭৫৯ জন।

এদিকে, করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৩ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার ৫২৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬৩ হাজার ৫৫০ জনে। আর সুস্থ হয়েছেন ৩৬ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৭৫৩ জন। 

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫ লাখ ৬০ হাজার ২৯৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৭২ হাজার ৯৩০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ১৫ হাজার ৫১২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৭৫৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার ৫০ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৯৮৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৪৬ হাজার ৭৩২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৫৯ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৪ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ২২৪ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম। 

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]