লালমনিরহাট প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি


রাজশাহীর সময় ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-01-2022

লালমনিরহাট প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

অনলাইন ডেস্ক: লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন প্রশিক্ষন মাঠে আজ রবিবার (২৩ জানুয়ারি) সকালে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত হতে মালিকবিহীন আটককৃত ২ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৪ শত ২২ টাকা মূল্যে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মো. জাকারিয়া হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম। এ সময় সামরিক, বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল বিভিন্ন প্রকার ২ শত ১ প্যাকেট মদ, যার মূল্য ৩ লাখ ১ হাজার ৫শত টাকা। গাঁজা ৭০ মন ৬ কেজি যার মূল্য ৯৮ লাখ ৯২ হাজার ৫ শত ৮২ টাকা। ফেন্সিডিল ৩৪ হাজার ১শত ১১ বোতল ও তরল মদ ২.৪০০ কেজি যার মূল্য ৮৬ লাখ ৬৫ হাজার ২শত টাকা। ইস্কাপ সিরাপ ৬ হাজার ১ শত ৭৬ বোতল যার মূল্য ২৪ লাখ ৭০ হাজার ৪ শত টাকা। ইয়াবা ২০ হাজার ৪শত ৫৫ পিস যার মূল্য ৬১ লাখ ৩৬ হাজার ৫শত টাকা। আয়রন ট্যাবলেট ২শত ৬০ পিস যার মূল্য ১ হাজার ৩শত টাকা, খৈনি ৪শত ৯৪ প্যাকেট ৪ হাজার ৯শত ৪০ টাকা।

রাজশাহীর সময় / এফ কে


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]