চাঁপাইনবাবগঞ্জে একদিনে বজ্রপাতে চারজনের মৃত্যু


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-07-2023

চাঁপাইনবাবগঞ্জে একদিনে বজ্রপাতে চারজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া সদর উপজেলার জহরপুর গ্রামে বজ্রপাতে দুটি গরু ও একজন রাখাল আহত হয়েছেন।

সোমবার (৩ জুলাই) সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা, ইসলামপুর ইউনিয়ন, গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর ও ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের চামা-মুশরিভূজা গ্রামে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রওশন জানান, উপজেলার জামতলা এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে ওমর আলী (৫০) নামের এক কৃষক মারা যান। তিনি ভোলাহাট উপজেলার বাসিন্দা।

সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে বাড়ির পাশে কৃষি কাজ করার সময় মারা গেছেন জহিরুল ইসলাম (৩৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদ জানান, উপজেলার প্রসাদপুর গ্রামে নিজের বাড়িতে মোবাইল দেখার সময় বজ্রপাতে গুরুতর আহত শরিফুল ইসলামকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শরিফুল ইসলাম প্রসাদপুর গ্রামের আজিজুল হকের ছেলে।

অন্যদিকে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আনোয়ার হোসেন (৬০) নামের এক কৃষক মারা যান। তিনি একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

এছাড়াও সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহরপুর গ্রামে বজ্রপাতে দুটি গরু ও একজন গরুর রাখাল আহত হয়েছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বজ্রপাতে মৃত বৃদ্ধের মরদেজ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]