পৃথিবীতে এমন অনেকে আছেন, যাঁরা ভবিষ্যত দেখার দাবি করে থাকেন। কেউ হাতের তালু দেখে ভবিষ্যৎ বলেন, আবার আবার কেউ জন্মদিন, স্থান ও সময়ের ভিত্তিতে মানুষের ভবিষ্যৎ বলেন।
কিন্তু এমন অনেকে আছেন, যাঁরা ভবিষ্যতে পৃথিবীতে ঘটতে থাকা ঘটনার ভবিষ্যদ্বাণী দেখেছেন বলে দাবি করে থাকেন।
কিন্তু এসব এখনও পর্যন্ত সিনেপর্দায় সম্ভব হয়েছে। বাস্তব এর থেকে অনেক দূরে। তবে অনেকে সময়ে দেখা যায় যে অনেকে দাবি করেন যে তাঁরা ভবিষ্যত দেখে ফিরে এসেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করেছেন এক ব্যক্তি। এনো অ্যালারিক নামের এই ব্যক্তি বলেছেন যে তিনি ২৬৭১ সাল থেকে ফিরে এসেছেন।
তিনি জানিয়েছেন, আজ থেকে ২৪৮ বছর পর পৃথিবীর সব তথ্য তাঁর কাছে রয়েছে।
সেইসঙ্গে তাঁর দাবি, কবে বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। সেটিও তিনি জানেন। পরবর্তী বছরগুলিতে কী হতে চলেছে তিনি তা জানেন বলে দাবি করেছেন।
তৃতীয় বিশ্বযুদ্ধ ছাড়াও পৃথিবীতে এলিয়েন আক্রমণ এবং পৃথিবীর মতো আরেকটি গ্রহের সন্ধানের ভবিষ্যদ্বাণী করেছেন এনো।
সম্প্রতি, এনো তাঁর আরেকটি ভবিষ্যদ্বাণীর কারণে লাইমলাইটে এসেছেন। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে রন ডিস্যান্টিস আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি হবেন।
সোশ্যাল মিডিয়াতে, এনো থেরাডিয়েন্টটাইমট্রাভেলার নামে একটি অ্যাকাউন্ট তৈরি করেছে। এখন পর্যন্ত তার হাজার হাজার ফলোয়ার রয়েছে।
তবে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং এনোর বাকি দাবিগুলি বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞ মহল মানতে চাননি। পুরোটাই জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন।