এবারের পবিত্র ঈদুল আজহা বা কোরবানির প্রথম দিনের পশুর সব বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দিন মধ্যরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের ৭৫টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণের ঘোষণা দেয়। রাত সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের ৫৪টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণের কথা জানায়।
ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ আজ শুক্রবার যেসব কোরবানি হবে, তা তাৎক্ষণিক অপসারণ করা হবে বলে জানিয়েছে সংস্থা দুটি। একইসঙ্গে আজকের মধ্যে পশু কোরবানি শেষ করার অনুরোধও জানানো হয়েছে।
এ প্রসঙ্গে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, ‘পরিচ্ছন্ন কর্মীসহ সবাই ঈদের আগের রাত থেকে কাজ করছে। মানবিক কারণে ঈদের দ্বিতীয় দিনের মধ্যে কোরবানি শেষ করুন। তাদের বিশ্রামের প্রয়োজন আছে।’
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ‘ঈদের দিন দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত দেড়টায় বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ হলো। অর্থাৎ সাড়ে ১১ ঘণ্টায় প্রথম দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
ঢাকা উত্তরে মেয়র আতিকুল ইসলামের ঘোষণা অনুযায়ী ৮ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করছে ডিএনসিসি। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঢাকা উত্তর সিটির ১৩ নম্বর ওয়ার্ডের মণিপুর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এরপর রাত সাড়ে ৯ টার দিকে সব ওয়ার্ডের বর্জ্য অপসারণ করা হয়।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সবার সহযোগিতায় পূর্ব ঘোষিত ৮ ঘণ্টার মধ্যেই ঢাকা উত্তর সিটির কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা সম্ভব হয়েছে। সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতায় এটি করতে পেরেছি। আমি নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ জা