রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেন থেকে পালিয়ে ১ লাখ নাগরিক পোল্যান্ডে প্রবেশ করেছে। যারা পালিয়ে গেছেন তাদের সবাইকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পোল্যান্ড সরকার। খবর বিবিসি।
যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাদের অস্থায়ী বাসস্থানের আশ্বাসও দিয়েছে পোল্যান্ড। স্থানীয় সময় শনিবার ভোর ছয়টা থেকে বিশ হাজারের ওপর মানুষ পোল্যান্ডে পৌঁছেছে।
ইউক্রেনের সঙ্গে সীমান্ত পারাপারের আটটি চৌকির সবগুলো দিয়ে শরণার্থীদের পায়ে হেঁটে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। শরণার্থীদের জন্য নয়টি অভ্যর্থনা কেন্দ্র খোলা হয়েছে। সেখানে তাদের খাদ্য ও চিকিৎসাসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে।
এছাড়া সীমান্ত পারাপার চৌকিগুলোর কাছে স্কুল, জিম ও প্রজেমিসল রেলস্টেশনে এই অভ্যর্থনা কেন্দ্রগুলো খোলা হয়েছে।
ইউক্রেনে তৃতীয় দিনের মতো রুশ বাহিনীর হামলা চলছে। ইতোমধ্যে রুশ সেনারা রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।
রাজশাহীর সময় /এএইচ