অন-ক্যামেরায় যৌন লালসা ফুটিয়ে তুলতে বেগ পেতে হতো, কাজল


তামান্না হাবিব নিশু : , আপডেট করা হয়েছে : 28-06-2023

অন-ক্যামেরায় যৌন লালসা  ফুটিয়ে তুলতে বেগ পেতে হতো, কাজল

হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা  কাজল। তার কথায়, ‘যৌন লালসা’ বা ‘লাস্ট’ এই ইমোশন অন-ক্যামেরা ফুটিয়ে তুলতে বেগ পেতে হয়েছে তাঁকে। শীঘ্রই নেটফ্লিক্সের অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’তে দেখা মিলবে কাজলের। 

ছবির প্রমোশনে কাজল স্মৃতির পাতা উলটে ফিরলেন নব্বইয়ের দশকের গোড়ায়। নরেশ মালহোত্রার ‘ইয়ে দিল্লাগি’ (১৯৯৪) ছবির ‘হোঁঠো পে বস তেরা নাম হ্যায়’ গানের শ্যুটিং চলছে, হেসেই খুন কাজল। পর্দায় উষ্ণ রোম্যান্স ফুটিয়ে তোলবার বদলে নায়ক সইফ ও নায়িকা কাজলের হাসি দেখে নাকি বেজায় চটেছিলেন কোরিওগ্রাফার সরোজ খান। বকা খেতে হয়েছিল সইফ-কাজলকে।

কাজল রেডিও নশা-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দুটো জিনিস আমার মধ্যে নেই—সেক্সি-ভাব আর লজ্জা। যখন আমাকে কেউ বলে একটু লজ্জা পেতে হবে, আমি পালটা বলি- সেটা আবার কী ! সেটা যদি কেউ অভিনয় করে দেখায়, আমি বলি- ও আমাকে চোখ নামিয়ে ফেলতে হবে। ঠিক আছে! আমার মধ্যে ভিতর থেকে ওই লজ্জাভাব আসে না। তবে আমাকে কী করতে হবে দেখিয়ে দিলে, সেটা করে দেব।' এরপর অভিনেত্রী যোগ করেন, ‘সরোজজি (খান) আমাদের তো প্রায় চড় মারতে এসেছিল। আমি আর সইফ এত হাসছিলাম যে সরোজজি রেগে বললেন, 'তোমরা খুব অভদ্র'। আমি নিজের মতো করে চেষ্টা করেছি যৌন লালসা পর্দায় ফুটিয়ে তোলবার কিন্তু অন্যদের উপর নির্ভরশীল হতে হত। বলতাম, এডিট টেবিলে একটু সামলে নিও। প্লিজ একটু ক্লোজ-আপ শট নিয়ে নাও'।

কাজলের চোখে লালসা ঠিক কী? অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় লাস্ট মানে কোনওকিছুর মারাত্মক চাহিদা। সেটা খাবারও হতে পারে (হাসি)। আমার মনে লালসাটা সবার জন্য খুব ব্য়ক্তিগত ব্য়াপার। প্রত্যেকের একটা নিজস্ব ভাবনা রয়েছে যা পরস্পরের চেয়ে একদম আলাদা। এটা খুব সাবজেক্টিভ একটা ব্যাপার, এর মধ্যে সার্বজনীনতা খুঁজে পাওয়াটা দুষ্কর’।

ট্রেলার অনুসারে ‘লাস্ট স্টোরিজ ২’-এর চারটি গল্পের মধ্যে একটিতে হয়েছেন কাজল। একেবারে ডি-গ্ল্যাম অবতারে দেখা যাচ্ছে তাঁকে। যে সন্দেহ করে তাঁর বাড়ির কাজের লোকের প্রতি কু-নজর রয়েছে স্বামীর। আর এই সন্দেহের বশেই কাজ থেকে ছাড়িয়ে দেয় পরিচারিকাকে। ছবিতে কাজলের স্বামীর চরিত্রে দেখা মিলবে কুমুদ মিশ্রার।

‘লাস্ট স্টোরিজ’ ২ পরিচালনা করেছেন অমিত আর শর্মা, আর বাল্কি, সুজয় ঘোষ এবং কঙ্কনা সেনশর্মা। কোন পরিচালক কোন শর্ট ফিল্মটি পরিচালনা করছেন তা এখনও ট্রেলার থেকে স্পষ্ট নয়। কাজল-কুমুদ মিশ্রা ছাড়াও এই ছবিতে দেখা মিলবে তামান্না ভাটিয়া-বিজয় বর্মা, নীনা গুপ্তা, ম্রুনাল ঠাকুর, অঙ্গদ বেদী, অম্রুতা সুভাষদের। ছবি প্রযোজনা করেছে রনি স্ক্রুওয়ালার আরএসভিপি মুভিজ এবং আশি দুয়ার ফ্লাইং ইউনিকর্ন এন্টারটেইনমেন্ট। ২৯ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]