ঈদের ছুটিতে এশিয়ার যে ৫ দেশে ঘুরতে যেতে পারেন


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 28-06-2023

ঈদের ছুটিতে এশিয়ার যে ৫ দেশে ঘুরতে যেতে পারেন

ঈদের লম্বা ছুটি অনেকের জন্যই বিদেশে ঘুরতে যাওয়ার জন্য চমৎকার একটি সুযোগ। তাই ঈদুল ফিতরের মত ঈদুল আজহাতেও অনেকেই দেশের বাইরে ঘুরতে চলে যান। এয়ারলাইন্স এবং ট্যুর কোম্পানিগুলোও ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশ ভ্রমণের জন্য বিভিন্ন অফার দিয়ে থাকে। এখানে তুলে ধরা হলো ভিসা ছাড়াই এই ঈদে আপনি যে পাঁচটি দেশে ঘুরে আসতে পারেন।

ভিসা ছাড়া পর্যটকরা বিদেশে ঘুরতে যেতে পারবেন বিষয়টা পুরোপুরি এমন নয়। এই পাঁচটি দেশে ঘুরতে যাওয়ার জন্য আপনাকে দেশ থেকে ভিসা করতে হবে না। এগুলো পর্যটকদের অন অ্যারাইভাল ভিসার সুবিধা দিচ্ছে। অর্থাৎ সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরেই আপনাকে নির্দিষ্ট মেয়াদের ভিসা দিয়ে দেয়া হবে।

শ্রীলঙ্কা
'পার্ল অব ইন্ডিয়ান ওশান' বা 'ভারত মহাসাগরের মুক্তা' নামে পরিচিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় বছরের নানা সময়ে পর্যটকদের জন্য প্রচুর অফার দেয়া হয়। সমুদ্র কন্যা শ্রীলঙ্কা বেড়ানোর জন্য চমৎকার জায়গা। সাগর আর পাহাড়ে ঘেরা সৌন্দর্যের লীলাভূমি শ্রীলঙ্কায়য় বেড়াতে বাংলাদেশিদের ভিসার ঝামেলাও নেই। বাংলাদেশ থেকে ভ্রমণের জন্য সেখানে যাওয়ার আগে একটি ই-ট্যুরিস্ট ভিসা প্রয়োজন। লোকেশন এবং সুবিধার সঙ্গে তুলনা করলে সবচেয়ে কমদামে হোটেল পাওয়া যায় শ্রীলঙ্কায়। খাবারের দাম, যাতায়াতও তুলনামূলক কম। নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, আতিথেয়তায় দেশটি অতুলনীয়।
 
কম্বোডিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘুরতে যাওয়ার কথা বললে কম্বোডিয়ার কথা হঠাৎ করেই মাথায় আসে না কারও। তবে ভিসা ছাড়াই এমন জায়গার স্বাদ যদি নিতে চান, তা হলে কম্বোডিয়া কিন্তু হতেই পারে আপনার গন্তব্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, বৌদ্ধমন্দির, দ্বীপপুঞ্জ, ঝর্ণা আপনার মন জয় করবেই।

সিঙ্গাপুর
ছবির মত এই দ্বীপদেশটি পর্যটকদের জন্য যেন নিজের সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে। দেশটির মূল আকর্ষণগুলোর একটি হচ্ছে মেরিনা বে স্যান্ড্স। এর ভেতর দিয়ে বয়ে গেছে ছোট্ট খাল। এছাড়া এর আর্টসায়েন্স মিউজিয়াম এবং স্কাইপার্ক অবজারভেশন ডেক বেশ জনপ্রিয়। এই ডেক থেকে চোখে পড়ে ডাবল হেলিক্স ব্রিজ, মালয়েশিয়ার জোহর প্রণালী এবং ইন্দোনেশিয়ার স্পাইস দ্বীপমালা। এছাড়া সিঙ্গাপুরের বিস্ময়ের স্বাক্ষর ধরে রেখেছে বিশ্বের বৃহত্তম দৈত্যাকার নাগোরদোলা সিঙ্গাপুর ফ্লাইয়ার।

আরব আমিরাত
কেনাকাটা, দর্শনীয় স্থান, হাই-অ্যান্ড রিসোর্ট, সাদা বালির সৈকত, কৃত্রিম দ্বীপ এবং সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ব্যবস্থা সব কিছু মিলিয়ে দেশটি পর্যটকদের প্রিয় গন্তব্য। প্রতি বছর লাখ লাখ পর্যটক দেশটি ভ্রমণ করেন।
আরব আমিরাত সরকার অদূর ভবিষ্যতে দেশটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান করার জন্য পর্যটন শিল্পে বিপুল বিনিয়োগ করেছে। দেশটির জনপ্রিয় ও আকর্ষণীয় কয়েকটি স্থান হলো দুবাই মিউজিয়াম, বাসতাকিয়া, শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, মিরাকল গার্ডেন ইত্যাদি। দেশটিতে ভ্রমণের জন্য বাংলাদেশিদের জন্য একটি ই-ট্যুরিস্ট ভিসা লাগবে যা অত্যন্ত সুবিধাজনক।

ওমান
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সরকারি নাম ওমান সালতানাত। বাংলাদেশ থেকে প্রতিবছর বিভিন্ন বিষয় অনেক লোকজন ওমানে পাড়ি জমিয়ে থাকে। এর মধ্যে ওয়ার পারমিট ভিসা, ভ্রমণ ভিসা ও স্টুডেন্ট ভিসা অন্যতম। বাংলাদেশ থেকে প্রতিবছর ওমানে অনেক জনশক্তি নিয়োগ দিয়ে থাকে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমানে অনেক পর্যটক ভ্রমণ করে থাকে। দেশটির মূল আয়ের অনেক বড় একটি অংশ পর্যটন খাত থেকে আসে। ওমান মূলত একটি ইসলামিক দেশ, এ দেশে প্রাচীনকালের ইসলামিক ঐতিহ্য ও সংস্কৃতে দেখার জন্য এশিয়া মহাদেশ ও অন্যান্য মহাদেশ থেকে অনেক পর্যটক ভ্রমণ করতে আসে। আপনিও এই ঈদে সময় সুযোগ মিললে দেশটিতে ভ্রমণে যেতে পারেন।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]