দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 26-06-2023

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটুত এলাকায় ডাকাতদের গুলিতে মো. হারুন (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় শনিবার (২৪ জুন) সন্ধ্যায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতদের হামলার শিকার হয়ে প্রাণ হারান তিনি। মো. হারুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দীঘির পাড় এলাকার শহীদ ডাক্তার বাড়ির আবিদ মিয়ার ছেলে। ৭ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট ছিলেন হারুন।

নিহতের পরিবারের বরাত দিয়ে তার প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. হানিফ বলেন, ‘নিজের বড় ভাইদের মধ্যে দুজন আফ্রিকায় থাকার সুবাধে এবং জীবিকার সন্ধানে আট বছর আগে আফ্রিকায় যান হারুন। সেখানে ভাইদের সহযোগিতায় সোয়েটুত এলাকায় নিজে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। গত আট বছরে দুবার দেশে এসে ঘুরে গেছেন হারুন। সর্বশেষ ২০২০ সালে দেশে কয়েক মাস থেকে আবারও আফ্রিকায় চলে যান তিনি। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। ওই সময় অস্ত্রধারী ডাকাত তার প্রতিষ্ঠানে হামলা চালায়। ডাকাতদলের এলোপাতাড়ি ছোড়া গুলিতে গুরুতর আহত হন হারুন। পরে ডাকাতরা চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে হারুনের অকালমৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন হারুনের স্ত্রী। বাবাকে হারিয়ে এতিম হয়ে গেছে তার এক ছেলে ও এক মেয়ে। হারুনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]