উত্তরবঙ্গের ঈদযাত্রা হবে স্বস্তির: ডিআইজি আব্দুল বাতেন


সিরাজগঞ্জ প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 25-06-2023

উত্তরবঙ্গের ঈদযাত্রা হবে স্বস্তির: ডিআইজি আব্দুল বাতেন

এবার উত্তরবঙ্গের সড়ক পথে ঈদযাত্রা স্বস্তির হবে। মহাসড়কে থ্রি হুইলার ও হিউম্যান চালিত পরিবহন চলতে দেওয়া হবে না। এতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম হয়ে উত্তরবঙ্গের যাত্রীরা স্বস্তিতে ঘরে ফিরতে পারবেন বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন।

রোববার (২৫ জুন) বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিআইজি আব্দুল বাতেন বলেন, মহাসড়কে বেশিরভাগ অংশে চারলেন হয়ে গেছে। সেই সঙ্গে কিছু আন্ডার এবং ওভার পাস খুলে দেওয়া হয়েছে। ফলে নির্বিঘ্নে ঘরে ফিরবে মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবে এক সহস্রাধিক পুলিশ। মহাসড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফিডার রোড ও তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

এ সময় সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]